সংবাদ শিরোনামঃ

বাকশালের পদধ্বনি ** গাজায় ইসরাইলি হামলা অব্যাহত নিহতের সংখ্যা দুই শতাধিক ** গাজায় ইসরাইলি বর্বরতা : কার্যকর পদক্ষেপ নেই বিশ্বসম্প্রদায়ের ** গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সাংবাদিকদের সংগ্রাম চলবেই ** সর্বনাশা আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে ** সংসদ এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের আস্থা হারিয়ে ফেলবে ** গাজায় ইসরাইলি হামলা বন্ধে বিশ্বকে কার্যকর উদ্যোগ নিতে হবে ** ‘কূটনৈতিক শিষ্টাচার’ শেখানোর হাস্যকর চেষ্টা ** আধুনিক চিকিৎসা বিজ্ঞানীদের দৃষ্টিতে রোজা ও স্বাস্থ্য ** কবি আল মাহমুদের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা ** গাজা উপত্যকায় ইসরাইলি নিষ্ঠুরতা ইতিহাসের সকল বর্বরতাকে হার মানিয়েছে ** ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে খানাখন্দ ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগের আশঙ্কা **

ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪২১, ১৯ রমজান ১৪৩৫, ১৮ জুলাই ২০১৪

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী সেক্রেটারি নূরুল ইসলাম বুলবুল বলেছেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি ও পবিত্রতা অর্জনের মাস। এই মহিমানি¦à¦¤ মাসে নিজেকে পবিত্র ও পরিশুদ্ধ করার মাধ্যমে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনই মুমিন জীবনের কাক্সিত ল্য। তাই পবিত্র রমজান মাসে একনিষ্ঠভাবে সিয়াম পালনের মাধ্যমে নিজেকে ইসলামী আন্দোলনের যোগ্যতর কর্মী ও কুরআনের সৈনিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি সিয়ামের প্রকৃত শিায় উদ্বুদ্ধ হয়ে সকলকে বাস্তব জীবনে প্রতিফলনের আহ্বান জানান।

গত শুক্রবার রাজধানীতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানার উদ্যোগে ‘পবিত্র মাহে রমজান ও জাকাত’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ভারপ্রাপ্ত থানা আমীর মাহমুদ হোসাইনের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির। উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি আবু ফতেহ, জামায়াত নেতা খন্দকার এমদাদুল হক, মিজানুর রহমান মালেক, মাওলানা মুহসিন উদ্দীন, সিরাজুল ইসলাম ও নাজির আহমদ প্রমুখ।

নূরুল ইসলাম বুলবুল বলেন, পবিত্র মাসে রমজানকে কুরআনের মাসও বলা হয়। কারণ, এ মাসে বিশ্বমানবতার মুক্তির সনদ হিসাবে মহাগ্রন্থ আল-কুরআন নাজিল করা হয়েছিল। মূলত কুরআন মানুষের জন্য হেদায়েত ও সত্য-মিথ্যার পার্থক্য নির্দেশকারী। আসলে কুরআনের মর্যাদার কারণেই মাহে রমজানের বিশেষ মর্যাদা। আর আমরা কুরআন বুঝেছি বলেই আমাদের পে ইসলামী আন্দোলনে যোগ দেয়া সম্ভব হয়েছে। তাই ইসলামী সমাজ বিনির্মাণের জন্য নিজেকে উপযুক্ত ও কুরআনের সৈনিক হিসাবে গড়ে তুলে সর্বশক্তি শক্তি নিয়োগ করাই মাহে রমজানের প্রকৃত শিা। তিনি দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনতার প্রতি সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, মূলত দেহ, মন ও আত্মার পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই রোজাকে আমাদের ওপর অত্যাবশ্যকীয় করে দেয়া হয়েছে। তেমনি সম্পদের সুষম ব্যবহার নিশ্চিতকরণ এবং মালের পরিশুদ্ধির জন্য জাকাতও ফরজ করা হয়েছে। আমাদের ওপর নামাজ ও রোজা যেমন ফরজ ঠিক তেমনিভাবে সাহেবে নেসাবদের ওপর যাকাতও ফরয করা হয়েছে। মূলত রমজান একটি ইবাদতের মাস। এ মাসে একটি নফল ইবাদত অন্য মাসের একটি ফরজ আদায়ের সমতুল্য। আর এ মাসের একটি ফরজ অন্য মাসের ৭০টি ফরজের সমতুল্য। হাদিসে কুদসীতে আছে, আল্লাহ বলেছেন, ‘রোজা আমার জন্য এবং আমি নিজ হাতে এর প্রতিদান দেব’। তাই জাকাত থেকে অধিক উপকৃত ও লাভবান হওয়ার জন্য পবিত্র রমজান মাসে যাকাত আদায় করতে হবে। তিনি জাকাতভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

নূরুল ইসলাম বুলবুল বলেন, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ও প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কুরআন প্রেমিক ও কুরআনের সমাজ প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক আমীরে জামায়াত অধ্যাপক গোলাম আযম, নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ শীর্ষ নেতাদের কারাগারে অন্তরীণ রাখা হয়েছে। মূলত সরকার কথিত বিচারের নামে প্রহসন করে জাতীয় নেতাদের অন্যায়ভাবে হত্যা করতে চায়। সে ধারাবাহিকতায় ইতোমধ্যেই শহীদ আবদুল কাদের মোল্লাকে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। কিন্তু আর কোনো শীর্ষ নেতার হত্যার ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না বরং যেকোনো মূল্যে রুখে দেবে। তিনি বিচারের নামে প্রহসন বন্ধ করে অবিলম্বে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করেন। প্রেস বিজ্ঞপ্তি।

এ পাতার অন্যান্য খবর

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।