শোক সংবাদ

সফল পিতা আশরাফ উদ্দিনের বিদায়

সোনার বাংলা অনলাইন and হারুন ইবনে শাহাদাত
৪ নভেম্বর ২০২৫ ১৪:৫৫

জনাব আশরাফ  উদ্দিন ইন্তেকাল করেছেন  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন    । তিনি ছিলেন ইসলামী আন্দোলনের একজন জিন্দাদিল দাঈ। তিনি তার জীবন আল্লাহর দীনের কাজে উৎসর্গ করেছিলেন।  সন্তানদের গড়ে তুলেছেন ইসলামের আলোকে সফল মানুষ হিসেবে।   তিনি ছিলেন একজন  গর্বিত পিতা। যে পিতা ইসলামী আন্দোলনের দাওয়াত কবুল করার করার পর তার প্রভায়   গোটা পরিবারকে আলোকিত করেছেন ।  সেই মহান পিতার বিদায়ের সংবাদে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সেই নব্বই দশকের কথা গোপালপুর কলেজ থেকে সাইকেলে বাড়ি ফিরছিলাম, সদ্য পড়া নজিবুর রহমান সাহিত্য রত্নের লেখা উপন্যাস প্রেমের সমাধি নিয়ে বন্ধুদের সাথে কথা বলছিলাম, একজন মুরুব্বি সাইকেলে অফিস থেকে বাড়ি  ফিরছিলেন, তিনি স্নেহ সুলভ ধমকের সুরে বললেন, তোমরা এসব কী পড়? আমি তাকে বললাম এটা ইসলামী ধারার একটি উপন্যাস। আমরা ইসলামী বইও পড়ি। তিনি বললেন কোথায় পাওয়া যায়। তারপর নবগ্রাম মোড়ে ডাক্তার রফিকুল ইসলাম বাদশা ডা, সাহেবের ফার্মেসিতে তখন একটি ছোট্ট  লাইব্রেরী ছিল। তাকে সেখানে নিয়ে গিয়ে কয়েকটি বই দিলাম। সেই থেকে শুরু। আজ ভাবলেই বুকটা ব্যথায় চিন চিন চিন করছে। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন

উল্লেখ,  ডা. আশরাফ উদ্দিন (৮৫) গত ৩ নভেম্বর মেজো ছেলে অ্যাডভোকেট শাফিউল আলম সানের বাসা ঢাকার মাতুয়াইলে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন। অ্যাডভোকেট শাফিউল আলম সান বাংলাদেশ জামায়াতে ইসলামীর যাত্রাবাড়ি থানার সহকারী সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারিয়েট ও কার্যকরী পরিষদ সদস্য ঢাকা মহানগরী (দক্ষিণ) সাবেক সভাপতি। মৃত্যুকালে তিনি তিন পুত্র ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য তার প্রত্যেক সন্তানই সুপ্রতিষ্ঠিত এবং ইসলামী আন্দোলনে সক্রিয়। বড় পুত্র রাফিউল আলম সাবেক শিবির নেতা জামায়াতের রুকন( সদস্য), ছোট ছেলে ইঞ্জিনিয়ার মনিরুল আলম মুন।
ডা. আশরাফ উদ্দিনের প্রথম জানাজা ঢাকার মাতুয়াইলে অনুষ্ঠিত হয়েছে এ জানাজায় ঢাকা মহানগরী ( দক্ষিণ) এর নায়েবে আমীর আবদুস সবুর ফকির, সহকারী সেক্রেটারী কামাল হোসেন এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি হেলাল উদ্দিন রুবেল। মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরের ভাদাই ঈদগাহ মাঠে। এ জানাজায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, উপজেলা আমীর অধ্যক্ষ হাবিবুর রহমান।

প্রবীণ রুকন ডা. আশরাফ উদ্দিনের ইন্তেকাল