ভান্ডারিয়ায় খালে টিনের বেড়া দিয়ে মাছ শিকার, আটকে গেছে পানিপ্রবাহ
১৬ অক্টোবর ২০২৫ ১৪:২৫
ভান্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের ভান্ডারিয়ায় চরখালী প্রবহমান খালের মাঝখানে গড়া ও টিনের বেড়া দিয়ে অবৈধভাবে মাছ শিকার করছেন মো. জাহাঙ্গীর হাওলাদার নামে এক প্রভাবশালী ব্যক্তি। এতে পাঁচ কিলোমিটার খালের পানির চলাচল আটকে গেছে। খাল আটকে রাখার কারণে চরখালীর খালে নৌ চলাচল বন্ধ হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ জাহাঙ্গীর হোসেন একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য এমন প্রভাব খাটিয়ে খাল দখল করে অবৈধভাবে মাছ শিকার করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হেতালিয়ার স্লুইসগেট থেকে পাঁচ কিলোমিটারজুড়ে নৌ চলাচল বন্ধ। এতে এলাকার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া খাল আটকে রাখার কারণে কচুরিপানা আটকে থাকায় পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। অন্যদিকে পানি চলাচল বাধাগ্রস্ত হয়ে খালটি ভরাট হতে চলেছে। একই সাথে মাছের প্রজনন ও বাধাগ্রস্ত হচ্ছে। এমতাবস্থায় এলাকাবাসী প্রতিবাদ করতে গেলে তাদের হুমকিসহ বিভিন্ন প্রকার ভয় ভীতি দেখাচ্ছেন। তিনি একটি রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে এমন অপরাধযোগ্য কাজকর্ম করে যাচ্ছেন।
ভান্ডারিয়া উপজেলার জেলে সমিতির সাধারণ সম্পাদক মহসিন বলেন, খাল আটকে মাছ শিকার সম্পূর্ণভাবে বেআইনি। এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সৈয়দ নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের জানা নেই। ভান্ডারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।