কুরআন অবমাননার প্রতিবাদে হরগঙ্গায় কুরআন বিতরণ


১৬ অক্টোবর ২০২৫ ১৪:২২

মুন্সীগঞ্জ সংবাদদাতা : সরকারি হরগঙ্গা কলেজে শতাধিক শিক্ষার্থীর মাঝে ‘অর্থসহ কুরআন বিতরণ’ ক্যাম্পেইন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঢাকার নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে গত রোববার (১২ অক্টোবর) দুপুরে কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। একে একে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় কুরআন শরীফ। পরে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে অংশ নেয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুন নাহার, শিক্ষক পরিষদের সম্পাদক হুমায়ুন কবির শেখ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মুন্সি সিরাজুল হক, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মহিউদ্দিন মিল্কী, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, তথ্য ও প্রযুক্তি বিষয়ের শিক্ষক আশরাফুল মিশুসহ অন্য শিক্ষকরা। ছাত্র অধিকার পরিষদের মুন্সীগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ রাজু, সরকারি হরগঙ্গা কলেজে ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. পারভেজ, সাধারণ সম্পাদক রোকনুদ্দোউলা রাফসান, সরকারি হরগঙ্গা কলেজ ইসলমী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ মুজাহিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ইসমাইল হোসেন। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ফারদিন হাসান আবির, শাহরিয়ার জামান, সাজ্জাদ হোসেন আপন, আসিফুল হাসান শৈশব, আব্দুল করিমসহ কলেজটির শিক্ষার্থীরা।