রাষ্ট্রপতি শাসনে মণিপুরে শান্তি ফেরেনি

সোনার বাংলা ডেস্ক
২৯ মে ২০২৫ ০৯:৫৯

সোনার বাংলা ডেস্ক: দীর্ঘ দুই বছরের বেশি সময় জাতিগত সহিংসতার পর মণিপুরে কেন্দ্রীয় সরকার গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি শাসন জারি করে। তার আগেই মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেন। কিন্তু তিন মাসের বেশি সময় পেরিয়ে গেলেও মণিপুরে শান্তি ফেরেনি। প্রদেশ কংগ্রেস সভাপতি ও ওয়াংখেমের বিধায়ক মেঘচন্দ্র অভিযোগ করেছেন, ডাবল ইঞ্জিন সরকার ইতোমধ্যেই গত দুই বছরেরও বেশি সময় ধরে মণিপুরকে ব্যর্থ রাজ্যে পরিণত করেছে। রাষ্ট্রপতি শাসনও মণিপুরে ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার বার মণিপুরে ব্যর্থ হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ করা উচিত। মণিপুরের রাজ্যপালকে প্রত্যাহার করা উচিত।
মণিপুরে গত সপ্তাহে একটি সরকারি বাসের উইন্ডশিল্ডে রাজ্যের নাম কাগজ দিয়ে ঢেকে দেয়ার ঘটনায় গত কয়েক দিন ধরে বিক্ষোভ চলছে। এজন্য রাজ্যপালের ক্ষমা দাবি করা হয়েছে। পাশাপাশি জাতিগত সহিংসতার কোনো বিরাম নেই। প্রায় প্রতিদিনই দাঙ্গার ঘটনা ঘটে চলেছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাষ্ট্রপতি শাসন জারির সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন, মণিপুরে শান্তি ফিরে আসবে।