বিভিন্ন স্থানে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালি


১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৮

গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ শহরের শহীদি মসজিদ চত্বর থেকে ছাত্রশিবির র‌্যালি বের করে

আহসানুল হক জুয়েল, কিশোরগঞ্জ: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ শহরের শহীদি মসজিদ চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গুরুদয়াল সরকারি কলেজের মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। র‌্যালি থেকে জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতেও স্লোগান দেন নেতাকর্মীরা। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মামুন ও সেক্রেটারি ফকির মাহবুবুল আলমের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালিতে সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা, ড. জহির সাদাত, খালেদ হাসান জুম্মন, আবু নাসের মোহাম্মদ নঈম, মাহফুজুল হক মাসুম, মুস্তাকিম বিল্লাহ, মাহফুজুর রহমান, জুনায়েদ সাকী প্রমুখ উপস্থিত ছিলেন।
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি জেলা শিবির সভাপতি মো. মাজহারুল ইসলামের নেত্বত্বে টাঙ্গাইল পৌর উদ্যান থেকে শুরু হয়ে পুরাতন বাসস্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয় হয়ে টাঙ্গাইল প্রেস ক্লাবে এসে শেষ হয়। এতে জেলা সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
পিরোজপুর সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার আয়োজন ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে জেলা শহরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে র‌্যালিটি শুরু করে সিও অফিস হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সংগঠনটির জেলা কার্যালয়ের সামনে এসে পথসভায় মিলিত হয়।
এতে বক্তব্য দেন ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. মেহেদী হাসান, সেক্রেটারি মো. আল ইমরান খান, সাবেক জেলা সভাপতি আল আমিন শেখ, জেলা বায়তুলমাল সম্পাদক মো. মিজানুর রহমান প্রমুখ। র‌্যালিতে জেলা ও উপজেলার প্রায় ৪ হাজার নেতাকর্মীরা উপস্থিত হয়।
মুনছুর রহমান, জয়পুরহাট: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে গত ৬ ফেব্রুয়ারি জয়পুরহাট আবুল কাশেম ময়দান থেকে শহরের প্রধান রাস্তা প্রদক্ষিণপূর্ব সমাবেশে জয়পুরহাট জেলা শিবিরের সভাপতি মো. জুয়েল হোসেন বলেন, ইসলামী ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন, আমাদের লক্ষ্যই হলোÑ সৎ, দক্ষ ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। শিবির সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, সাবেক সভাপতি এস এম রাশেদুল আলম সবুজ, সাবেক সভাপতি ও শহর জামায়াতের আমীর আনোয়ার হোসেন, সাবেক সভাপতি ও সদর উপজেলা জামায়াতের আমীর ইমরান হোসেন, সাবেক সভাপতি আবুজর গিফারী, সাবেক সভাপতি আসাদুল ইসলাম, ছাত্রশিবিরের সেক্রেটারি তারেক হোসেন, অফিস সম্পাদক আশরাফুল ইসলাম, মিডিয়া ও প্রচার সম্পাদক তারেক হোসেন প্রমুখ।