পাবনায় জমি নিয়ে বিরোধ চারজনকে কুপিয়ে জখম
২৯ নভেম্বর ২০২৪ ০০:০০
গ্রাম-বাংলা রিপোর্ট : পাবনা সদর উপজেলার ভাউডাঙ্গা ভাঁড়ারা এলাকায় গত ২৩ নভেম্বর শনিবার জমি নিয়ে বিরোধের জেরে চারজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা এ ঘটনায় আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় পাবনা থানা-পুলিশের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে।
এ ঘটনায় গত ২৩ নভেম্বর শনিবার ৭ জনকে আসামি করে পাবনা থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী জিন্দার প্রামাণিকের ছেলে আয়নাল প্রামাণিক। মামলার আসামিরা হলেনÑ ভাউডাঙ্গা ভাঁড়ারা এলাকার আজিজুল হকের ছেলে মো. মনস্যা (৪৫) ও মো. শামসুর (৫০), মনসুর আলীর ছেলে মো. জিহাদ (২৪) ও মো. পিয়াস (২২), মো. বেরহের ছেলে মো. আজিজুল (৬৮), মনসুরের স্ত্রী মোছা. শাহানা খাতুন (৪৪) ও মেয়ে মোছা. আল্লাদী (৩৫)।
ভুক্তভোগী জিন্দার প্রামাণিকের ছেলে আয়নাল প্রামাণিক এজাহারে বলেন, গত শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে আমার বাবা জিন্দার প্রামাণিক (৭৫), ছেলে মো. রেজাউল (২৮), ভাগ্নে মো. এরশাদ (৩৫) এবং মা মোছা. শেফালী খাতুনসহ (৬৫) মুরুব্বিদের উপস্থিতিতে কদিম ভাউডাঙ্গা এলাকায় আমাদের পৈতৃক জমি মাপতে যাই। এ সময় আসামিরা হাতে ধারালো চাপাতি, লোহার হাতুড়ি, জিআই পাইপ, লোহার রড, বাঁশের লাঠিসহ আমাদের ওপর আক্রমণ করে। আমার নাক-মুখ গুরুতর জখম হয়।
মামলার এজাহারে তিনি আরো বলেন, চাপাতি দিয়ে আমার বাবাকে কুপিয়ে বাম হাতের আঙুল কেটে ফেলে। লোহার হাতুড়ির আঘাতে আমার ছেলে রেজাউলের মাথা ও চোয়াল ভেঙে যায়। বাঁশ দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার ভাগ্নে ও ফুফুকে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। আমাদের চারজনকে কুপিয়ে আহত করেছে আসামিরা। এ সময় আমার মাকেও মারধর করে আসামিরা। আমার ঘাড়, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে তারা। তিনি আরো বলেন, আমি এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে বিচার দাবি করছি।
এ বিষয়ে জানতে চাইলে পাবনা থানার ওসি আবদুস সালাম বলেন, ভাউডাঙ্গা ভাঁড়ারা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মাঝে মারামারি এবং বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা করেছে। তিনি আরো বলেন, এ বিষয়ে একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।