রহিমা কাজী-এর কবিতা
সাত বোন চম্পা জাগরে
৪ জুন ২০২৫ ১২:০১
চাপা ট্রেংটা নাড়িয়ে দিলে
ব্লাস্ট হলো বাক বজ্র নলে।
সুর মূর্ছনায় বারুদ জ্বলে,
গঞ্জ গাঁয়ে গাইছে তারা,
উজাড় গলে!
বনাজি হিমেল তপ্ত ছলে,
উথলে উঠে চৈতালি বলে!
ভুয়া পানির ধোঁয়া তোলে,
ঐ প্রান্তে যে ঢেউ খেলছে!
চারে দু’য়ে অংক কষে
মিলছে না যে সাত,
কষাকষির অংক খেলে
মুখে নাই যে মাত!
একযোগে উল্টো ঘরে
সাত বোন চম্পা জাগরে!