বিশেষ সমস্যাগ্রস্ত ব্যক্তিকে ইসলাম দিয়েছে আলাদা সম্মান-অধ্যাপক মুজিবুর রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১১
তানোর (রাজশাহী) সংবাদদাতা : ধনী-দরিদ্র, সবল-দুর্বল আর সুস্থ-অসুস্থ সবার জন্য সমতার নীতি বজায় রাখতে সকল ধর্মেই আদেশ দেওয়া হয়েছে। একজন মানুষ কখনো শারীরিক বা মানসিক ভাবে হতে পারে না স্বয়ং সম্পূর্ণ। কিছু না কিছু সমস্যা তার থাকেই। এ সমস্যাগ্রস্ত ব্যক্তিকে বলা হয় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি। বিশেষ সমস্যাগ্রস্ত ব্যক্তিকে ইসলামেও আলাদা সম্মান দিয়েছে। গত ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) সংসদীয় আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে ও তরঙ্গ প্রতিবন্ধী সংস্থার সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম। এ সময় প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধা তুলে ধরে গঠনমূলক বক্তব্য দেন আমেনা খাতুন। তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সাংবাদিক ইমরান হোসাইনের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে সুশীল সমাজের ভূমিকার ব্যাপারে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মাদ হোসেন খান। তিনি বলেন, প্রত্যেক মানুষের ভেতরেই অন্তর্নিহিত শক্তি রয়েছে। প্রতিবন্ধীরাও তার বাইরে নয়। তাদের ভেতরের সেই শক্তিকে বের করে আনতে হবে। তাদের জন্য কর্মপরিবেশ তৈরি করতে কাজ করছে বর্তমান সরকার।
অনুষ্ঠানে তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহ-সভাপতি মো. সাদিকুল ইসলাম ও সেক্রেটারি মোসা. আমেনা খাতুনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের রাজশাহী জেলার সভাপতি মাওলানা মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তানোর উপজেলা শাখার আমীর মাওলানা আলমগীর হোসেন, নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান ও উপজেলা সেক্রেটারি ডিএম আক্কাছ আলী।
উপস্থিত ছিলেন তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার জয়েন্ট সেক্রেটারি মো. সেলিম রেজা, সহকারী কোষাধ্যক্ষ মো. আলম আলী, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম, নারী-শিশু, স্বাস্থ্য, শিক্ষা ও এডভোকেসি বিষয়ক সম্পাদক মোসা. সোনিয়া আকতার সাথী, সমন্বয়ক মো. ফজলুর রহমান, মো. আব্দুল আজিজ, মোসা. শারমিন আক্তার প্রমুখ। এ সময় বিভিন্ন সংস্থার বিপুলসংখ্যক প্রতিবন্ধী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।