আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের আয়োজনে রংপুরে এক মঞ্চে ১২ দম্পতির যৌতুকবিহীন বিয়ে
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১০
রংপুর সংবাদদাতা: রংপুরে একই মঞ্চে ১২ দম্পতির যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। ‘যৌতুককে ঘৃণা করি, সহজ লভ্যে মোহরানা আদায় করি’Ñ স্লোগান সামনে রেখে এ ১২ দম্পতির বিয়েকে ঘিরে ব্যাপক আয়োজন করে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। বর ও কনেদের সাজিয়ে ঘোড়ার গাড়িতে করে কমিউনিটি সেন্টারে নেয়া হয়। সেখানে তাদের ফুল দিয়ে স্বাগত জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসিরউদ্দিন। এরপর বর ও কনের পরিবারের উপস্থিতিতে বিয়ে পড়ান বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি মনোয়ার হোসেন। বিয়ে পড়ানো শেষে বর, কনে, তাদের পরিবারের সদস্যসহ প্রায় এক হাজার মানুষকে আপ্যায়ন করানো হয়। সেই সাথে নতুন সংসারের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র, গাছের চারা উপহার হিসেবে দেয়া হয়। মোহরানা পরিশোধ করে যৌতুকবিহীন বিয়ে করায় ১২ জোড়া দম্পতিকে কক্সবাজারে মধুচন্দ্রিমার ব্যবস্থা করেছে সংস্থাটি।
গত ৮ ফেব্রুয়ারি শনিবার স্বেচ্ছাসেবী সংগঠন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর রূপকথা থিম পার্কে এ বিয়ে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫০ হাজার টাকা দেনমোহর আদায় করে নীলফামারীর ডিমলার বাবুরহাট এলাকার রাকিবুজ্জামানের সাথে ডিমলার দক্ষিণ তিতপাড়ার তাসনিমা জান্নাত তাসমি, ৫০ হাজার টাকা দেনমোহর আদায় করে মিঠাপুকুরর রসুলপুর গ্রামের ফুয়াদ মিয়ার সাথে মিঠাপুকুর উপজেলার শুকুরেরহাট গেনারপাড় এলাকার হাওয়া বিবি, ২০ হাজার টাকা দেনমোহর আদায় করে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধুবনী কঞ্চিবাড়ির আল মামুন মিয়ার সাথে সুন্দরগঞ্জ বেলকার জুলি আক্তার, এক লাখ টাকা দেনমোহর আদায় করে ঠাকুরগাঁওয়ের ভবানীপুর এলাকার মনিরুল ইসলামের সাথে একই এলাকার তানিয়া ইয়াসমিন বর্ণা, ১০ হাজার টাকা দেনমোহর আদায় করে কুড়িগ্রামের নাগেশ্বরীর তনপুরের রুহুল প্রামাণিকের সাথে আঙ্গুরিয়া এলাকার কেয়া জান্নাতি একা, দেড় লাখ টাকা দেনমোহর আদায় করে দিনাজপুর পার্বতীপুর দোলাপাড়ার শামীম আখতারের সাথে পার্বতীপুর দুর্গাপুরের জহুরুন নেছা টুম্পা, ৬৫ হাজার ৫৯৯ টাকা দেনমোহর আদায় করে দিনাজপুর নবাবগঞ্জের ভেলপুকুরিয়া গ্রামের রাইদ সরকারের সাথে ফুলবাড়ী স্বজন পুকুর এলাকার মোবাশ্বিরা, ৫০ হাজার টাকা দেনমোহর আদায় করে, ঢাকা মোহাম্মদপুরের জাহিদুল ইসলামের সাথে রাজশাহী মঙ্গল বাড়ি এলাকার সার্জিনা আক্তার, ৫০ হাজার টাকা দেনমোহর আদায় করে মিঠাপুকুর রসুলপুর গ্রামের ফাহিম মিয়ার সাথে মিঠাপুকুর জীবন পুরের নুসরাত জাহান আন্নি মনি, ২৫ হাজার টাকা দেনমোহর আদায় করে সিরাজগঞ্জ বহুলা এলাকার সাব্বির হাসান রাব্বীর সাথে সিরাজগঞ্জ জানপুর এলাকার নাসরিন জাহান নিতু, ১০ হাজার টাকা দেনমোহর আদায় করে রংপুরের পাগলাপীর কিশামত হরকলির তানজীর ইসলামের সাথে গঙ্গাচড়া বেতগাড়ি এলাকার মনিরা খাতুন সুইটি এবং ৫১ হাজার টাকা দেনমোহর আদায় করে দিনাজপুর বীরগঞ্জের সাতোর এলাকার শাহরিয়ার ইসলাম লিখনের সাথে কক্সবাজার ওয়াহেদেরপাড়া গ্রামের শারমিন সুলতানার বিয়ে অনুষ্ঠিত হয়।