সানজীদ নিশান চৌধুরী-এর কবিতা
নেমে এলো চোখ
২৫ ডিসেম্বর ২০২৪ ১২:০০
27ধীরে ধীরে ইশারায় নেমে এলো চোখ
ভয় ও আনন্দে হাত দুটো বাড়িয়ে দিলো যেই
মুখোমুখি হয়ে চাওয়া গভীর আনন্দ হোক
চাঁদের আলোয় ফুলে ফুলে বাসর অথই।
এমন সময় নতুন কুঁড়ি গন্ধটুকু ছড়াল
চাঁদ যেন তার আলো দিয়ে সময়ের রূপটুকু বাড়াল।
যেমন একে একে সবগুলো তারা
মিষ্টি মিষ্টি আঘাতে ছোঁয়ায় বাজায় দোতারা।