টইটই ৬ষ্ঠ বর্ষপূর্তি অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী


৬ ডিসেম্বর ২০২৪ ১৮:২৯

কমলগঞ্জ সংবাদদাতা: শিশু সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় “টইটই ৬ষ্ঠ বর্ষপূর্তি অ্যাওয়ার্ড-২০২৪” পেয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শিশু সাহিত্যিক কবি আবদুল হাই ইদ্রিছী। গত শুক্ররার (২৯ নভেম্বর) রাতে ঢাকার সেগুনবাগিচাস্থ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স হলরুমে টইটই প্রকাশনীর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে কবি আজহারুল ইসলাম আল আজহারের সভাপতিত্বে ও টইটই প্রকাশনীর স্বত্বাধিকারী কবি শাহেদ বিপ্লব ও টি মনি খান রিনুর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কবি ও কথাসাহিত্যিক বাবুল আনোয়ার। অতিথি ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক ড. শাহেদ মন্তাজ, সাবেক অতিরিক্ত সচিব কবি মোতাহার হোসেন, লেখক ও প্রকাশক মোস্তাক আহমদ, সব্যসাচী লেখক অধ্যাপক সুজয় কুমার পাল প্রমুখ।
উল্লেখ্য, কবি আবদুল হাই ইদ্রিছী একাধারে কবি, ছড়াকার, প্রাবন্ধিক, সাংবাদিক, সম্পাদক, প্রকাশক ও সংগঠক। তিনি ২০০১ সালে সাহিত্য চর্চা শুরু করেন। এরপর থেকে নিয়মিত লিখে চলছেন দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রপত্রিকায়। বর্তমানে সুকৃতির নানা শাখায় তার নিরন্তর বিচরণ। সাহিত্য সাধনার পাশাপাশি সাংবাদিকতার মতো মহান পেশায় নিয়োজিত রয়েছেন তিনি। সম্পাদনা করছেন মাসিক শব্দচর সাহিত্য পত্রিকা।
কর্মের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন- বিজ্ঞানী আচার্য স্যার জগদীস চন্দ্র বসু স্মৃতি সম্মাননা-২০১৫, কাব্যকথা সাহিত্য সম্মাননা-২০১৫, বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট সম্মাননা-২০১৬, শিরোনাম গুণিজন সংবর্ধনা ২০১৬, কিশোরকন্ঠ ফাউন্ডেশন কতৃক “তরুণ লেখক সংবর্ধনা-২০১৫” শব্দকলা ছড়া সাহিত্য পদক-২০১৯সহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা।