সংগঠন সংবাদ


৬ ডিসেম্বর ২০২৪ ১৮:২৯

শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলন
চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে প্রায় ছয় হাজার কাউন্সিলরের উপস্থিতিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক কেন্দ্রীয় সভাপতি, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, সকল কারখানায় ট্রেড ইউনিয়ন করার অবাধ অধিকার দিতে হবে। একসময় ট্রেড ইউনিয়ন ছিল স্কুল অব কমিউনিজম। অবশেষে ইসলামী আদের্শ বিশ্বাসী কিংবদন্তি দুই শ্রমিকনেতা ব্যারিস্টার কুরবান আলী ও ব্যরিস্টার আক্তার উদ্দিন শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম শুরু করেন। আর ট্রেড ইউনিয়নে নতুন ধারা তৈরি হলো। ট্রেড ইউনিয়নকে স্কুল অব ইসলামে পরিণত করার চেষ্টা শুরু করেছেন আমাদের পূর্ববর্তী নেতারা। আজকে বাংলাদেশে সর্বোচ্চ ট্রেড ইউনিয়ন নিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন সর্ববৃহৎ শ্রমিক সংগঠন। আমাদের পূর্বসূরিরা যে পতাকা আমাদের হাতে তুলে দিয়েছেন, সেটা বিজয়ী না হওয়া পর্যন্ত আমাদের পথচলা থামবে না। প্রেস বিজ্ঞপ্তি।
ইপিজেড থানা জামায়াতের যুব সমাবেশ
চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, দীন প্রতিষ্ঠায় যুবসমাজকে দায়ীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। মানুষের ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শ পৌঁছানোর দায়িত্ব নিতে হবে। আল্লাহর দীন কায়েমের জন্য আল্লাহর নবী ও সাহাবায়ে কেরামদের মতো পাগলপারা হয়ে কাজ করতে হবে। রাসূলের সাহাবীরা দীন কায়েমের জন্য জান ও মালের কুরবানিতে কোনো পরোয়া করেননি।
গত ২৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় ইপিজেড থানা জামায়াতের যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ বছর এদেশে যুবসমাজের ওপর চরম জুলুম-নির্যাতন চালানো হয়েছে। দীনের দাওয়াত দেওয়ার কারণে অতীতে অনেক নবী ও সাহাবীকে বিনা অপরাধে হত্যা করা হয়েছে। বাংলাদেশেও জামায়াতের নেতাকর্মীসহ অসংখ্য দীনের দায়ীদের দীন প্রতিষ্ঠার আন্দোলন করার অপরাধে হত্যা করা হয়েছে। দেশের শতকরা ৯০ শতাংশ মুসলমানের দেশে আল্লাহর দীন কায়েম হবেই হবে, ইনশাআল্লাহ। অনুুষ্ঠিত যুব সমাবেশে বক্তব্য রাখেন ইপিজেড থানা জামায়াতের আমীর আবুল মোকাররম, থানা বায়তুলমাল সেক্রেটারি ও ৩৯ নম্বর ওয়ার্ড আমীর ওসমান গনি, থানা অফিস সেক্রেটারি আবদুল্লাহ আল আরিফ, থানা যুব বিভাগীয় দায়িত্বশীল শোয়াইব ইকবাল, ফখরুল ইসলাম, এডভোকেট সাহেদ প্রমুখ।
জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলা শাখার কর্মী সমাবেশ
মতলব (চাঁদপুর) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সহকারী পরিচালক এবং কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেছেন, খুনি শেখ হাসিনাকে অবিলম্বে দেশে এনে সকল হত্যার বিচার করতে হবে। বাংলার মানুষ আজ এ স্বৈরাচারের বিচার চায়। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন সাথে সব দেশটাকে লুট করে শেষ করে দিয়েছে। দেশের গণতন্ত্র শেষ করে দিয়েছে। সকল ন্যায়বিচার ব্যবস্থা ভেঙে দিয়ে গেছে। শুধু তাই নয় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ খুন করেছে। তাই দেশের জনগণ শেখ হাসিনার বিচার চায়। গত শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার কর্মী সমাবেশে ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাশার দেওয়ানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মেহেদী হাসান নাজির ও ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ রবিউল আলমের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মুবিন। এছাড়া বক্তব্য রাখেন ছেংগারচর পৌর জামায়াতে ইসলামী নেতা ও সম্ভাব্য মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাই শিকদার, জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য হাফেজ মীর হোসাইন, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর আ. রহিম পাটোয়ারী, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আ. রশীদ পাটওয়ারী, চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ মহরম আলী, জামায়াতে ইসলামীর নেতা মুফতি মাওলানা হোসাইন আহম্মদ, অধ্যাপক মাওলানা আ. হাকিম, মতলব উত্তর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ মাহবুব সরকার প্রমুখ।
ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লা সংবাদদাতা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণহত্যাকারীসহ সকল সন্ত্রাসী দের বিচারের দাবিতে বিশাল বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির কুমিল্লা মহানগরী শাখা।
গত ২৭ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে নগরীর টমচমব্রিজ থেকে মিছিলটি শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর প্রাণ কেন্দ্র পূবালী চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ করে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য নোমান হোসেন নয়নের সভাপতিত্বে মহানগর ছাত্রশিবির সেক্রেটারি হাছান আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী প্রমুখ।
সিবগাতুল্লাহ বলেন, পতিত স্বৈরাচার সরকারের দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র করে যাচ্ছে। এদেশের ছাত্রজনতা শহীদদের রক্ত ঝরা মাটিতে তাদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না। দেশকে নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের দাঁতভাঙা জবাব দেব।
পিরোজপুরে ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পিরোজপুর জেলা সংবাদদাতা: পিরোজপুরে তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর ২টার পর তৌহিদী জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ-মিছিল ও সমাবেশ পিরোজপুরে তৌহিদী জনতার উদ্যোগে হাজার হাজার মুসুল্লি, বিক্ষোভ-মিছিল ও সমাবেশ পিরোজপুর শহরের বিভিন্ন রোড প্রদক্ষিণ করে। পরে পিরোজপুর কেন্দ্রীয় মসজিদ মোড়ে এসে সংক্ষিপ্ত আলোচনা করে বক্তব্য দেন। এ সময় বক্তারা বলেন, রাস্ট্রদ্রোহী সকল কর্মকাণ্ডের প্রতিবাদে আজকের এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ভারতীয় মদদপুষ্ট সত্রাসী জঙ্গি সংগঠন ইসকন কর্তৃক চট্টগ্রামে এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে শহীদ করা, মসজিদ ভাঙচুর, কুরআন শরীফ পোড়ানোসহ রাষ্ট্রদ্রোহী সকল কর্ম কাণ্ডের প্রতিবাদ জানিয়ে আলোচনা ও বক্তব্যে তৌহিদী জনতার নেতৃবৃন্দ ইসকন নিষিদ্ধ এবং ইসকনের তাণ্ডব বন্ধ, এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবি জানান। উপস্থিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় নেতৃত্ব দেন মাওলানা হাফিজুর রহমান খান, ইমাম, কেন্দ্রীয় ঈদগাহ, পিরোজপুর। মাওলানা সিদ্দিকুল্লাহ, ইমাম, বায়তুল মোকাররম মসজিদ, এমপির মোড়, পিরোজপুর। মুফতি আহসান উল্লাহ, ইমাম, বাইতুল সালাম জামে মসজিদ, পিরোজপুর। মুফতি জুবায়ের, ইমাম, বড় মসজিদ, পিরোজপুর।
পিরোজপুর পৌর কমিশনার (কাউন্সিলর) আ. সালাম বাতেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুফতি হাফিজুর রহমান, বায়তুল আমান জামে মসজিদ, বলাকা ক্লাব মোড়, পিরোজপুর।
যশলং ও শিমুলিয়া ইউনিয়ন সম্মেলন
মমিন বিশ্বাস, মুন্সীগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ টুংগীবাড়ী উপজেলার যশলং ও শিমলিয়া ইউনিয়নের উদ্দেগে কর্মী, সহযোগীও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৯টায়। বাঘিয়া বাজার মাঠে জামায়াতে ইসলামীর টঙ্গীবাড়ী উপজেলার সহকারী সেক্রেটারি মাওলানা মুহা. ইকবাল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলার আমির আ জ ম রুহুল কুদ্দুস। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হেমায়েত উদ্দিন, টুঙ্গীবাড়ী উপজেলার আমীর মাওলানা মুহাম্মদ আব্দুল বারী, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান। উদ্বোধনী বক্তব্য রাখেন টুঙ্গীবাড়ী উপজেলার নায়েবে আমীর সৈয়দ আব্দুর রহিম। এছাড়া বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের জেলা ক্রীড়া সম্পাদক সরোয়ার খান, মো. শহিদুল ইসলাম, হাসিবুল ইসলাম হামীদি, রাসেল বেপারি অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন যশলং ইউনিয়নের ৮নং ওয়ার্ড সভাপতি মো. হাবিবউল্লাহ, দারসে কুরআন পেশ করেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এ কে এম ইউসুফ। উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোখলেসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম প্রমুখ। আ জ ম রুহুল কুদ্দুস বলেন, আমরা যদি আমাদের প্রিয় জন্মভূমিতে শান্তি প্রতিষ্ঠা করতে চাই তা হলে আমাদের আল্লাহ জমিনে আল্লাহর দীন প্রতিষ্ঠা করতে হবে, আমাদের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষার ব্যবস্থা নেই। তাই আমাদের সন্তানদের জন্য শরিফ শরিফা শিক্ষা ব্যবস্থা বাদ দিয়ে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে।
গণমাধ্যমে গঠনমূলক সমালোচনা শিবিরের অগ্রযাত্রাকে গতিশীল করবে
গণমাধ্যম ও সাংবাদিকদের কাছে দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছেন জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম বলেছেন, যেকোনো ধরনের সমালোচনা আমরা ইতিবাচকভাবেই নিচ্ছি। গঠনমূলক সমালোচনা হলে সেটি আমাদের জন্য উপকারী হবে। গণমাধ্যমে গঠনমূলক সমালোচনা শিবিরের অব্যাহত অগ্রযাত্রাকে আরও বেশি গতিশীল করবে। সেই জায়গা থেকে গণমাধ্যম এবং সাংবাদিকতা থেকে আমরা গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি। গত শনিবার (৩০ নভেম্বর) দুপুরে নগরের চন্দনপুরা ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের অফিসে আলইসরা ভবনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রীতিভোজকালে তিনি এসব কথা বলেন।
প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে ও ফোরামের সদস্য সচিব মোহাম্মদ ইমরানুল হকের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ডা. একে ফজলুল হক, মহেশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, নওগাঁ চেম্বার কলেজের প্রফেসর সাইফুল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মুহিবুল্লাহ ছিদ্দিকী, চট্টগ্রাম দারুল মারিফ মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা ফোরকান উল্লাহ, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক এজিএস এড. করিব আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারশন কক্সবাজার জেলা সভাপতি শামশুল ইসলাম বাহাদুর, কক্সবাজার জেলা কর্মপরিষদ সদস্য জাকের হোসাইন, প্রফেসর রশিদ জাহেদ, ভাইস প্রিন্সিপাল আমিনুল ইসলাম, আবু সাঈদ নুরী, ব্যাংকার জাহাংগীর আলম, প্রফেসর জালাল উদ্দিন, এড. আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।
পবিত্র সিরাতুন্নবী (সা.) মাহফিল
চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, ইসলামই মুক্তির একমাত্র গ্যারান্টি। জীবনের প্রতিটি বিষয়ে রাসূলের সুন্নাহ অনুসরণে মানুষের প্রকৃত কল্যাণ নিহিত। জুলুমের পরিণতি কখনোই ভালো হয়না। জুলুম দুনিয়া ও আখিরাতে লাঞ্ছনার কারণ হবে। তিনি এ পথ পরিহার করে আলোর পথ ইসলামের দিকে আসার উদাত্ত আহ্বান জানান। বহদ্দারহাট চত্বরে শুলকবহর ৮ নম্বর শ্রমজীবী ওয়ার্ড জামায়াত শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহফিল এন্তেজামিয়া কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ শহীদুল্লাহ তালুকদারের সভাপতিত্বে মাহফিলে প্রধান ওয়ায়েজ ছিলেন আলীশাহ খামার বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মফিজুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি, প্রকৌশলী জয়নুল আবেদীন, ওমর ফারুকসহ নেতৃবৃন্দ।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কেশবপুরে স্মরণসভা
এম এম আব্দুর রহমান, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ নভেম্বর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরশহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শরীফুল ইসলাম, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক মোক্তার আলী, সাধারণ সম্পাদক মাস্টার রফিকুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক আলাউদ্দীন আলা, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদের পিতা আব্দুল জব্বার মোল্যা। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্রাট হোসেন, মাশফি চৌধুরী অরিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ, দৈনিক ইনকিলাব পত্রিকার কেশবপুর প্রতিনিধি এম এম রুহুল কুদ্দুস ও দৈনিক মানবজমিন ও সাপ্তাহিক সোনার বাংলা কেশবপুর সংবাদদাতা, এম এম আব্দুর রহমান, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কেশবপুর প্রতিনিধি আব্দুল হাই সিদ্দিকী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ।
শাহজাদপুরে জামায়াতের মহিলা বিভাগের বিশাল কর্মী সম্মেলন
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা শাখার মহিলা বিভাগের বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ নভেম্বর শুক্রবার সকালে রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনে শাহজাদপুর মহিলা জামায়াতের সেক্রেটারি রুবিয়া খাতুনের সভাপতিত্বে শিউলি খাতুন ও মাকছুদা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের মহিলা বিভাগের আঞ্চলিক দায়িত্বশীল মোছা. সাজেদা সামাদ। বিশেষ অতিথি ছিলেন অঞ্চল টিম সদস্য হাসিনা খানম, মরিয়ম তাহের, সিরাজগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য নুরজাহান বেগম, সিরাজগঞ্জ জেলা মহিলা বিভাগের সেক্রটারি সুলতানা ইয়াসমিন জেবা। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মিজানুর রহমান। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা শাহজাদপুরে জামায়াতের মহিলা বিভাগের কর্মী সম্মেলনে শাহজাদপুর পৌরসভা ও ১৩টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের প্রায় ৬ শতাধিক কর্মীগণ অংশগ্রহণ করেন। এ সময় বক্তাগণ আগামীতে বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য নারীদের এগিয়ে আসার আহ্বান জানান। কারণ ইসলামী রাষ্ট্র কায়েম হলেই কেবল নারীদের অধিকার ও প্রাপ্য সম্মান প্রতিষ্ঠা হবে। নারী নির্যাতন বন্ধ হবে। জামায়াতের মহিলা কর্মীদের আদর্শবান হতে হবে। পারিবারিক জীবনে সবাইকে নিষ্ঠাবান ও আন্তরিক, পর্দানশীন হতে হবে। ছেলে মেয়ে এবং পরিবারকে ইসলামের আদর্শে অনুপ্রাণিত করতে হবে।
রাজশাহী মহানগরী জামায়াতের সদস্য শিক্ষা বৈঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, নতুন বাংলাদেশ গঠনের পথে দেশকে অস্থিতিশীল করতে নতুন নতুন ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ফলে এখন বিভক্তি নয়, দেশ গঠনে জাতীয় ঐক্য প্রয়োজন। দেশের স্বার্থ অক্ষুণ্ন রাখতে জামায়াত বদ্ধপরিকর। দলীয় স্বার্থের বিপরীতে সকলকে দেশের স্বার্থকেই বড় করে দেখতে হবে। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশবাসীকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলা হবে। এ লক্ষ্যে জামায়াতের রুকন ও নেতাকর্মীদের সংগঠন পরিচালনার পাশাপাশি বৈষম্যমুক্ত দেশ ও জাতি গঠনে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
গত ২৯ নভেম্বর শুক্রবার নগরীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে আয়োজিত সদস্য শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর মাওলানা ড. কেরামত আলীর সভাপতিত্বে এবং রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের পরিচালনায় শিক্ষা বৈঠকে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। শিক্ষা বৈঠকে মহাগ্রন্থ আল-কুরআন থেকে দারস পেশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. নিজাম উদ্দীন। এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, অধ্যাপক শাহাদাৎ হোসাইন, অধ্যাপক আব্দুস সামাদসহ রাজশাহী মহানগরীর কর্মপরিষদ সদস্যবৃন্দ। এছাড়াও মহিলা জামায়াতের সদস্যদের নিয়ে নগরীর পৃথক একটি মিলনায়তনে সদস্য শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।
খুলনায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মফিজুর রহমান, অভয়নগর (যশোর): বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত ১৫ বছর স্বৈরাচারী সরকার জাতিকে দাপিয়ে বেড়িয়েছে। খুন করেছে, গুম করেছে। জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। কোটি কোটি মানুষকে মামলার জালে বন্দি করেছে। ঘরে-বাইরে মানুষের শান্তি, নিরাপত্তা কেড়ে নিয়েছে। বাংলাদেশকে একটা বৃহৎ কারাগারে পরিণত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জুলুমের হাত থেকে একান্ত মেহেরবানিতে দেশবাসীকে মুক্তি দিয়েছে। গত রোববার (১ ডিসেম্বর) সকালে খুলনার খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে এবং সেক্রেটারি গাজী মোর্শেদ মামুনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হোসাইন, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, নড়াইল জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসাইন, দিঘলিয়া উপজেলা আমীর মাওলানা আবুল হাসান, অভয়নগর উপজেলা সেক্রেটারি মাওলানা মহিউল ইসলাম, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ আমিনুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম, খুলনা জেলা ছাত্রশিবিরের সভাপতি বেলাল হোসাইন রিয়াদ, ফুলতলা উপজেলা আমীর আব্দুল আলিম মোল্লা, আব্দুল্লাহ আল ইমরান, শিরমনি আমীর মাওলানা এমদাদুল্লাহ মাশরুর, গিলাতলা সভাপতি হাফেজ মাওলানা গোলাম মোস্তফা, মশিয়ালী আমীর মো. জাকারিয়া শেখ, হাফেজ আব্দুস সাত্তার প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ৭টায় খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে নগরীর আল ফারুক সোসাইটিতে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। মহিলা বিভাগের সেক্রেটারি শামসুন নাহারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সমাবেশে স্বাগত বক্তৃতা করেন মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল।
এসময় খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।