নরসিংদী ইসলামী মহাসম্মেলনে জৈনপুরী পীর সাহেব
২৯ নভেম্বর ২০২৪ ০০:০০
গত ২৩ নভেম্বর শনিবার নরসিংদী জেলার হাতিরদিয়া কাশেফুল উলুম মাদরাসার ৫০তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান বক্তা ও দোয়াগীর হিসেবে তাশরীফ আনেন আওলাদে রাসূল চার তরিকার পীর হযরত আল্লামা সৈয়দ আ ন ম মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব কেবলা। বিশেষ বক্তা ছিলেন হযরত মাওলানা অধ্যাপক মোছলেহ উদ্দীন সাহেবসহ বহু ওলামায়ে কেরাম। এই মহা সম্মেলনে জৈনপুরী পীর সাহেব কেবলা বলেন, নানাবিধ বাধা বিপত্তির পর নোবেল বিজয়ী ড. মো. ইউনূস গত ৮ আগষ্ট প্রধান উপদেষ্টা হিসেবে নতুন বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নেয়ার সাথে সাথে ঘোষণা করেন যেকোনো ধর্মীয় অনুষ্ঠান করতে সরকারী পারমিশনের কোনো প্রয়োজন হবে না। তাই আজ সকলেই মুক্ত কন্ঠে নির্বিঘ্নে বক্তব্য পেশ করতে ও মাহফিল করতে সক্ষম হচ্ছেন। বিশ্বস্ত সূত্রে জানাগেছে যে বর্তমান সরকার মসজিদ, মাদরাসা ও এতিম খানার বিদ্যুৎ বিল ফ্রি করে দেবেন। তাই আপনারা আল্লাহ তায়ালার দরবারে অশেষ শুকরিয়া আদায় করুন এবং যে সকল ছাত্র জনতা দেশকে স্বাধীন করে জাতিকে গুম খুন ও অবিচার থেকে রক্ষা করেছেন তাদের সফলতা, আহতদের সুস্থতা ও শহীদদের মাগফিরাত এবং প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের সহযোগিতা ও সফলতায় এগিয়ে আসুন। প্রেস বিজ্ঞপ্তি।