মোশাররফ হোসেন খান-এর কবিতা : হে তারুণ্য বাইরে এসো
২৯ নভেম্বর ২০২৪ ০০:০০
অমন করে ডাকলে বলো কেমন করে ঘুমিয়ে থাকি
চক্ষু মেলে দেখতে থাকি রাত পোহাবার কত বাকি।
নিদ্রা ছেড়ে বাইরে এসে খুঁজতে থাকি বিশ্বময়
চমকে উঠি হঠাৎ আমি সেই কণ্ঠ তোমার নয়।
সামনে শুধু নিকষ ধুধু রাত দুপুরে কী আর করি
হ্যাঁচকা টানে হৃদয় খুলে দু’ভাগ করে আগলে ধরি।
বুকের ভেতর সাঁতার কাটে স্বপ্নখেকো স্বর্ণ হাঁস
ভুলেই গেছি চলছে এখন খরার সময় চৈত্র মাস!
রাতের আঁধার ছিন্ন করে জোর আওয়াজে ডাকতে থাকি
হে তারুণ্য বাইরে এসো রাত পোহাবার নেই তো বাকি।