সংগঠন সংবাদ
২২ নভেম্বর ২০২৪ ১২:০০
বরুড়া উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন
কুমিল্লা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ৫ আগস্ট দেশ স্বাধীন হয়েছে পরিবর্তনের জন্য। এ পরিবর্তনের সুযোগ কাজে লাগাতে হবে। কোনো চাঁদাবাজ, সন্ত্রাসীকে আমরা ভোট দেব না। জামায়াত ক্ষমতায় আসলে কল্যাণকর রাষ্ট্রে পরিণত হবে। জনগণ ন্যায়বিচার পাবে। সমৃদ্ধ ও নিরাপত্তার বাংলাদেশ গড়া হবে। বরুড়া উপজেলা আমীর মাওলানা মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে গত ১৬ নভেম্বর শনিবার সকাল ৯টায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর মো. শাহজাহান এডভোকেট, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে কর্মপরিষদ সদস্য ও অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় অফিস সম্পাদক নুরুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা দক্ষিণ জেলা সহকারী সেক্রেটারি যথাক্রমে ডা. আব্দুল মবিন, মো. মাহফুজুর রহমান, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. মজিবুর রহমান ও বরুড়া উপজেলা পৌর যুব বিভাগের সভাপতি আনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা মো. আবুল কাসেম, বরুড়া পৌর আমীর অধ্যাপক মফিজুল ইসলাম, ব্যারিস্টার ফখরুল ইসলাম, মাওলানা নাছির উদ্দিন হেলালী, উপজেলা নায়েবে আমীর মাস্টার মফিজুল ইসলাম, পৌরসভা নায়েবে আমীর মাওলানা জাকারিয়া, ছাত্রশিবির নেতা মো. সাজ্জাদ হোসেন, বোরহান উদ্দিন, ফরহাদ উদ্দিন প্রমুখ।
গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন
মোস্তাফিজুর রহমান, গোপালপুর (টাঙ্গাইল) : ১৭ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখার কর্মী সম্মেলন গত ১৫ নভেম্বর শুক্রবার সকাল ৮টায় পৌর শহরের স্বাধীনতা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গোপালপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কর্মপরিষদ সদস্য মো. আহসান হাবিব মাসুদ। উপজেলা জামায়াতের সেক্রেটারি ইদ্রিস হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. হুমায়ুন কবির, জেলা কর্মপরিষদ সদস্য ড. অধ্যাপক আতাউর রহমান। এছাড়া বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক আশরাফ আলী, উপজেলা সহকারী সেক্রেটারি মো. আব্দুল মান্নান, শ্রমিক কল্যাণ ফেডারশনের সভাপতি ওবায়দুল্লাহ, পৌর আমীর খন্দকার গোলাম মোস্তফা রঞ্চু, আলমনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ডা. রফিকুল ইসলাম বাদশা, মির্জাপুর ইউনিয়ন সভাপতি ডা. নাঈম খন্দকার, ঝাওয়াইল ইউনিয়ন সভাপতি আ. হাকিম, হাদিরা ইউনিয়ন সভাপতি জামাল উদ্দিন, নগদাশিমলা ইউনিয়নের সাবেক সভাপতি জুলহাস উদ্দিন, ধোপাকান্দি ইউনিয়ন আমীর আবু জাফর, এডভোকেট আবু হানিফ, সাবেক শিবির নেতা রাফিউল ইসলাম রুমু, গোপালপুর শিবির সভাপতি নাইম প্রমুখ।
এ সময় বক্তারা জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে ৩০০ আসনে নির্বাচনে অংশগ্রহণ করার পরিকল্পনার কথা জানান এবং দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য দলীয় কার্যক্রমকে গ্রাম ও মহল্লা পর্যায়ে পৌঁছে দেয়ার ঘোষণা দেন। সম্মেলনে গোপালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলন ২৯ নভেম্বর
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, চট্টগ্রাম মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলন ২৯ নভেম্বর শুক্রবার রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দানে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি থাকবেন শ্রমিক-জনতার প্রিয় নেতা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। প্রধান বক্তা থাকবেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি থাকবেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি বর্ষীয়ান শ্রমিক নেতা অধ্যাপক হারুনুর রশিদ খান, ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা ও সাবেক এমপি জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক লস্কর মুহাম্মদ তসলিম, ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এডভোকেট আতিকুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।
শপথ নিলেন কিশোরগঞ্জের সকল উপজেলা জামায়াতের আমীরগণ
কটিয়াদী (কিশোরগঞ্জ), সংবাদদাতা : কিশোরগঞ্জের সকল উপজেলার নবনির্বাচিত আমীরগণ শপথ গ্রহণ করেছেন। ২০২৫-২৬ সেশনের জন্য সদস্যদের (রুকন) ভোটে নির্বাচিত কিশোরগঞ্জ শহর শাখা ও ১৩ উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমীরের শপথ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় শহরের নগুয়া এলাকায় আল-ফারুক ট্রাস্ট মিলনায়তনে নির্বাচিত এ ১৪ জনকে শপথবাক্য পাঠ করান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা শাখার আমীর অধ্যাপক মো. রমজান আলী।
নির্বাচিত হয়ে যারা শপথ নিয়েছেন, তারা হলেনÑ কিশোরগঞ্জ শহর শাখায় মাওলানা আ ম ম আবদুল হক, সদর উপজেলা শাখায় মাওলানা কারী নজরুল ইসলাম, হোসেনপুর উপজেলা শাখায় আমিনুল হক, পাকুন্দিয়া উপজেলা শাখায় মাওলানা আবদুল জব্বার, কটিয়াদী উপজেলা শাখায় অধ্যাপক মোজাম্মেল হক জোয়ার্দার, তাড়াইল উপজেলা শাখায় হাবিবুর রহমান, করিমগঞ্জ উপজেলা শাখায় মাওলানা আবুল কাশেম, ইটনা উপজেলা শাখায় হাফেজ আবুল হোসাইন, মিঠামইন উপজেলা শাখায় মাওলানা তাজুল ইসলাম, অষ্টগ্রাম উপজেলা শাখায় মাওলানা আশরাফুল হক, নিকলী উপজেলা শাখায় আবুল হোসেন, বাজিতপুর উপজেলা শাখায় ডা. ইয়াকুত আলী, কুলিয়ারচর উপজেলা শাখায় মাওলানা রফিকুর রহমান ও ভৈরব উপজেলা শাখায় মাওলানা কবির হোসেন।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর কিশোরগঞ্জ সদরে এক (রুকন) সম্মেলনে জেলার সকল উপজেলার ৬০০ নারী-পুরুষ ভোটার কিশোরগঞ্জ শহর শাখা ও ১৩টি উপজেলা শাখা আমীর নির্বাচনে ভোট প্রদান করেন।
ছাত্রশিবিরের কর্মী সম্মেলন
মো. হাসিব বিল্লাহ, (ইন্দুরকানী) পিরোজপুর : পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৬ নভেম্বর) দুপুরে ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রফিকুল ইসলাম রাকিবের সভাপতিত্বে থানা সেক্রেটারি আশরাফুল ইসলামের সঞ্চালনায় শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মুহম্মদ শফিউল্লাহ। অনুষ্ঠানে উপজেলা ছাত্রশিবিরের ইউনিয়ন দায়িত্বশীল এবং শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।
এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইন্দুরকানী উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, উপজেলা সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা তাওহিদুল ইসলাম, পিরোজপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আরেফিন আব্দুল্লাহ, সাবেক উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা দেশে সৎ ও দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি এবং কুরআন ও সুন্নাহভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমে ইসলামী ছাত্রশিবিরকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
পিরোজপুরে ইমাম ও খতিবদের নিয়ে দিনব্যাপী কর্মশালা
পিরোজপুর সংবাদদাতা: পিরোজপুরে বাছাইকৃত ইমাম ও খতিবদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১৬ নভেম্বর) সকালে পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সভাকক্ষে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি মাওলানা মুফতী আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খান মো. আবু নাছের।
এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাখাওয়াত হোসেন, পিরোজপুর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান, ইমাম সমিতির পিরোজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা এম এ আব্দুল হান্নান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ডা. এম এ সালাম, বরিশাল মহানগরের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ঝালকাঠি জেলা সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী প্রমুখ।