নৈতিক শক্তিতে এগিয়ে যেতে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম
২২ নভেম্বর ২০২৪ ১২:০০
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ইসলামী আন্দোলনের কর্মীদের নিজেদের পরিপূর্ণ মুত্তাকি হিসেবে গড়ে তুলতে হবে। নৈতিকতাসম্পন্ন আদর্শবান সুনাগরিক তৈরিতে জামায়াতের সকল স্তরের জনশক্তিকে কাজ করতে হবে। মনে রাখতে হবেÑ আমাদের মূল্য উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। বাংলাদেশের সবুজ ভূখণ্ড থেকে ইসলামী আন্দোলকে নিশ্চিহ্নের ষড়যন্ত্র হয়েছে। জামায়াতের জনশক্তির ওপর নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে। কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা আজো টিকে রয়েছি। আর খুনিরা পালিয়ে গেছে। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের আল্লাহর ওপর ভরসা রেখে দীনি দায়িত্ব পালন করতে হবে।
তিনি গত ১৮ নভেম্বর সোমবার রাতে সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২২, ২৩, ২৪ ও ৩১নং ওয়ার্ড জামায়াতের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সমাবেশে ২০২৫-২৬ সেশনের ওয়ার্ড দায়িত্বশীল মনোনয়ন করা হয়। শাহপরান পশ্চিম থানা আমীর মো. শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. নজরুল ইসলামের পরিচালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন থানা নায়েবে আমীর মো. আব্দুর রব, থানা সহকারী সেক্রেটারি সোহেল আহমদ রিপন, মাওলানা আহমদ হোসাইন ও থানা আইন সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী। উপস্থিত ছিলেন জামায়াত নেতা হামিদ বক্স মুহিন, ওমর ফারুক ইমন, সাইফুল্লাহ মোহাম্মদ তোফায়েল প্রমুখ। কর্মী সমাবেশে আগামী ২০২৫-২৬ সেশনের দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন প্রধান অতিথি। ২২নং ওয়ার্ড সভাপতি আব্দুল হালিম, সেক্রেটারি মাওলানা আব্দুল লতিফ, ২৩নং ওয়ার্ড সভাপতি সালেহ আহমদ, সেক্রেটারি মো ফারুক মিয়া, ২৪নং ওয়ার্ড সভাপতি আহমদ আল মাসউদ, সেক্রেটারি রুমেল আহমদ এবং ৩১নং ওয়ার্ড সভাপতি আশরাফুজ্জামান ও সেক্রেটারি জুলহাস আহমদকে মনোনীত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।