বিআইইউ’র নতুন রেজিস্ট্রার ড. মো. সোহেল আল বেরুনী
২২ নভেম্বর ২০২৪ ১২:০০
বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার পদে শিক্ষাবিদ ড. মো. সোহেল আল বেরুনী গত ১৮ নভেম্বর সোমবার যোগদান করেছেন। তিনি ২০০৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও পরিচালকসহ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্র্ণ পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রিটিভ এন্ড ইনফরমেশন টেকনোলজি (আইবিএআইটি) ও ইনস্টিটিউট অব সায়েন্স ট্রেড টেকনোলজির (আইএসটিটি) প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
ড. আল বেরুনী ২০০৩ সাল থেকে অদ্যাবধি ঈশ্বরদী কম্পিউটার এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ভোকেশনাল স্কুল, কলেজ, নার্সিং ইনস্টিটিউটসহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, যার মাধ্যমে দেশে সুনামের সাথে শিক্ষাকার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রখ্যাত শিক্ষাবিদ ড. মো. সোহেল আল বেরুনী ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও ২০০৯ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর পূর্বে তিনি এমবিএ ও দুটি বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য।
ড. মো. সোহেল আল বেরুনী ১৯৭১ সালের ১ ফেব্রুয়ারি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ডা. মো. আমিন উদ্দিন ও মোসা. রওশন আরা দম্পত্তির ৩য় সন্তান। তিনি দুই পুত্রসন্তানের জনক। প্রেস বিজ্ঞপ্তি।