বি.আই.ইউ’র সদ্য পদোন্নতি প্রাপ্ত শিক্ষক কর্মকর্তাদের সংবর্ধনা


২২ নভেম্বর ২০২৪ ১২:০০

গত ২০ নভেম্বর বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অফিসে সদ্য পদোন্নতিপ্রাপ্ত শিক্ষক কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মাননীয় ভাইস চ্যান্সেলর কাজী আখতার হোসেনের সভাপতিত্বে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ সোহেল আল বেরুনীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান প্রফেসর কামালুদ্দিন আব্দুল্লাহ জাফরী। আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব সাইয়্যেদ উসামা আল মুছাদ্দিক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ ও পদোন্নতি প্রাপ্ত শিক্ষক কর্মকর্তাগণ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নতুন পদোন্নতিপ্রাপ্তরা বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তাদের মেধার সর্বোচ্চ ব্যবহার করে বিশ্ববিদ্যালয়কে একটি আর্šÍজাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করবে।
পরিশেষে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ও ইসলামিক ইস্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. রফিকুর রহমানের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।