শেখ মিজানুর রহমান মিনু-এর কবিতা : ওরা শহীদ
১৪ নভেম্বর ২০২৪ ১২:০০
আটাশে অক্টোবর এলেই হৃদয়ে
শুরু হয়ে যায় রক্তক্ষরণ
বুকে ব্যথা আর চাপাকান্নায়
বার বার করি তাদেরই স্মরণ।
পিশাচের মতো উল্লাস করে
হেসেছ তোমরা অট্টহাসি,
কোনো ক্ষতি করতে পারনি তাদের
নিজেদের করেছ সর্বনাশী।
ওরা তো মরেনি শহীদ হয়েছে
তাজা কফিনে আছে জান্নাতি ঘ্রাণ,
লগি-বৈঠা নিয়ে কাপুরুষের মতো
কেড়ে নিয়েছিলে তোমরা যাদের প্রাণ।
ক্ষতি করেছ নিজেদের আখের
প্রভুর কাছে কি জবাব দেবে,
বিচারাসনে বসে আল্লাহ যখন
কড়ায়-গণ্ডায় তোমাদের হিসাব নেবে?
করুণ কান্নায় মূর্ছা গিয়েছে
শিপনের মা কিংবা মুজাহিদের বোন,
আর্তচিৎকারে মাতম উঠেছে
কাঁদেনি তোমাদের হৃদয় মন।