মুহাম্মদ রেজাউল করিম-এর কবিতা : ভেতরে এসো


১৪ নভেম্বর ২০২৪ ১২:০০

আর ঘৃণা নয়।
ভালোবাসা চাই
ভালোবাসার দুয়ার খুলে দাও
ভেতরে যাব এবার
বাইরে ঝড় বৃষ্টি।
টিকে থাকা কঠিন
তবে ভালোবাসা
আর ঘৃণার জাল ছিন্ন কর
ভেতরে যাও
ভেতরে বইছে সুখের বাতাস
হে মানুষ
আর ভয় কর না
ভেতরে এসো
এখানে সুখ
এখানে শান্তি
ভিন্নপথে দারুণ কষ্ট
ওখানে যেয়ো না আর
ওখানে সুখ নেই
ওখানে জ¦লে অগ্নিশিখা।