মুহাম্মদ ইসমাঈল-এর কবিতা : কৌতূহলী প্রশ্ন


১৪ নভেম্বর ২০২৪ ১২:০০

ওগো রাসূল!
আপনাকে নিয়ে এত বিতর্ক এ উপমহাদেশে?
আপনি মাটির তৈরি, নাকি নূরের তৈরি
আপনি গায়েব জানেন, নাকি গায়েব জানেন না।
আপনি জাতি নূরের তৈরি, নাকি সেফতি নূরের তৈরি।
আপনি হাজির নাজির, নাকি হাজির নাজির না।
এই কৌতূহলী প্রশ্ন আমাদের জন্য বেমানান
কারণ-
মৃত্যুর পর এর একটিও প্রশ্ন করবেন না
আল্লাহর ফেরেশতারা।
হিসাবও নেবেন না।
অথচ আমরা মারামারি, খুনোখুনি, হিংসা,
জিঘাংসায় লিপ্ত সদয় বিরাজমান।
আমাদের প্রশ্ন করা হবে
সালাত, সাওম, হজ, যাকাত,
আল্লাহর একত্ববাদ নিয়ে ॥