শাহীন আরা আনওয়ারী-এর কবিতা : হে মহান বীর সিনওয়ার
১৪ নভেম্বর ২০২৪ ১২:০০
একজন শহীদ জীবন্ত
ত্যাগ বীরত্ব নিষ্ঠা
যার সাহস ছিল অনন্ত।
যুগে যুগে অমর তুমি
হে মহান অনুসরণীয় বীর।
আজীবন তোমার সঙ্গী ছিল
সংগ্রামী জীবন,
ছিল না সুখের নীড়।
তোমার মতো তেজদীপ্ত বীর
তৈরি হোক
হোক আজীবন
বীর মুজাহিদ লক্ষ লক্ষ
তোমার মতোই নিপুণ দক্ষ।
যারা লড়বে তোমার মতো
যদিও হয় পুরো জীবনটাই ক্ষত
হে মহান বীর।
নত করোনি কখনো শির।
তেইশ বছর কাটিয়েছো কারাগারে
সাধ্য কার তোমাকে রুখতে পারে?
তুমি বুদ্ধিদীপ্ত সূর্যের চেয়েও প্রখর।
শহীদ তুমি, মৃত বলো না
আল কুরআন এর বারবার ঘোষণা।
আল্লাহর রিজিক প্রাপ্ত
অম্লান অমর।
তুমি ইয়াহিয়া সিনওয়ার।
শান্তি বর্ষিত হোক লক্ষ কোটিবার।
আল্লাহু আকবর।