জাকির আবু জাফর-এর কবিতা : আরেকটি বিপ্লবের হাওয়া


১৪ নভেম্বর ২০২৪ ১২:০০

বিপ্লব কী! কাকে বলে বিপ্লব?
প্রশ্নটি নিয়ে গেলাম আইনের বাড়ি
জিজ্ঞেস করলাম- কাকে বলে বিপ্লব?
গলা খাঁকিয়ে আইন মশাই বললেন, নিয়মের রশি কানে পেঁচিয়ে নিজস্ব এজেন্ডা উদ্ধারই হলো বিপ্লব!
বিস্ময়ে হা হয়ে আমি ভাষাহীন
চললাম স্বরাষ্ট্রের কুটিরে
তিনি আইনি পোশাকধারীদের নিñিদ্র পাহারায় দিব্যি সহাস্য!
বললাম, জানতে চাই, বিপ্লবের সাথে দেখা হয়েছে আপনার?
বললেন, হুম দেখা হয়েছে তো বটে! সেই তো বলে দিলোÑ সবচেয়ে বড় অপরাধীদের পালানোর পথ নির্বিঘ্ন করে কম অপরাধীদের জেলে পুরার তরিকা!
আমি তখনও ভাষাহীন!
গেলাম বাণিজ্যের বাড়ি
একটিই জিজ্ঞাসা, আপনার বাড়ি এসেছে বিপ্লব?
বললেন, এখানে বিপ্লবের কাজ কী! নিত্যপণ্যের শরীরে আগুন যেন ক্রমাগত উত্তাপ ছড়ায় এবং মধ্যস্বত্বভোগীরা কর্ম সম্পাদনে যেন চমৎকার নিরাপদ থাকে এটিই তো পেয়েছি বিপ্লবের উসিলায়!
সংস্কৃতির নিবাসে গেলাম
বললাম, বিপ্লব কি এসেছিলো সংস্কৃতির বাড়ি?
বললেন, এখানে বিপ্লবের কী দরকার!
সংস্কৃতির খোলাবাজারে আমাদের ক্রেতা বিক্রেতা নির্দিষ্ট! যে যেখানেই থাকি আমাদের লেজ এক জায়গায় বাঁধা! বিশ্বাস অবিশ্বাসের ধার আমরা ধারি না।