জামায়াতে ইসলামী সমাজে খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে : অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
৮ নভেম্বর ২০২৪ ১১:১৮
গত ২ নভেম্বর শনিবার ঢাকার কেরানীগঞ্জে একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত রুকন (সদস্য) শিক্ষাশিবিরে বক্তব্য রাখেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
ঢাকা (কেরানীগঞ্জ) জেলা দক্ষিণ সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন। দেশের রাজনীতিতে জামায়াতের অবদান রয়েছে। সকল আন্দোলন-সংগ্রামে জামায়াত জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। তিনি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে দলমত-নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মিয়া পরওয়ার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সেনাপ্রধানের ভূমিকা রয়েছে। বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করা হয়েছে, তেমনি রাষ্ট্রপতির বিরুদ্ধে আন্দোলন করা উচিত। কারণ শেখ হাসিনার পদত্যাগপত্র তার কাছে দেওয়া হয়েছে, কিন্তু তিনি না করেছেন সেজন্য। তিনি যে অস্বীকার করেছেন তা কাম্য নয়। আপনারা সবাই দোয়া করবেন- যাতে আমরা একটি সুন্দর সমাধানের মধ্যেমে একটি সুন্দর দেশ গড়তে পারি।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রয়োজনে ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াতে ইসলামী যেকোনো দলের সাথে জোট বাঁধতে পারে। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ আজ সৎ, দক্ষ ও খোদাভীরু নেতৃত্বের অভাবে গভীর সংকটে পতিত। দুর্নীতি, অপশাসন ও গণতন্ত্রহীনতার কারণে সঠিক নেতৃত্বের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সৎ, দক্ষ ও খোদাভীরু নেতৃত্বের কোনো বিকল্প নেই। তাই জামায়াতে ইসলামী সমাজে খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে।
গত ২ নভেম্বর শনিবার বিকালে ঢাকার কেরানীগঞ্জের বসুন্ধরা জননী ফুড ভিলেজ রিভারভিউতে জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ শাখা আয়োজিত রুকন (সদস্য) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী শিক্ষাশিবিরে জামায়াতে ইসলামীর ঢাকা জেলা দক্ষিণের আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি এবিএম কামাল হোসাইনের সঞ্চলনায় এতে আলোচনা রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণ সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আবদুস সামাদ, এড. মশিউল আলম, মাওলানা আবদুল মান্নান প্রমুখ।
সাইফুল আলম খান মিলন বলেন, এ জেলার কাজ আগের চেয়ে বেড়েছে। এখন সময় এসেছে। তাই রুকনদের যথাযথ ভূমিকা পালন করতে হবে। সামাজিক কাজ বাড়াতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ কায়েম ব্যতীত দুনিয়ায় প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। রুকনদের আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে।