অসুস্থ অধ্যাপক মাযহারুল ইসলামের শয্যাপাশে ডা. শফিকুর রহমান
৮ নভেম্বর ২০২৪ ২১:৩৩
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য, সাবেক কেন্দ্রীয় অফিস সেক্রেটারি ও প্রচার সম্পাদক অধ্যাপক মাযহারুল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থ। সম্প্রতি তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেছেন। বর্তমানে তিনি বাসায় অবস্থান করে বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা নিচ্ছেন।
গত ৩ নভেম্বর রোববার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান তাকে দেখার জন্য বাসায় যান। তিনি তার শারীরিক অবস্থা ও চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন। তার সাথে ছিলেন কেন্দ্রীয় অফিস সেক্রেটারি মাওলানা আ ফ ম আব্দুস সাত্তার, আমীরে জামায়াতের পিএস নজরুল ইসলাম ও সিনিয়র কর্মকর্তা মোতালেব মিয়াসহ আরো অনেকে। আমীরে জামায়াত উপস্থিত সবাইকে সাথে নিয়ে অধ্যাপক মাযহারুল ইসলামের আশু আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
উল্লেখ্য, অধ্যাপক মাযহারুল ইসলাম আমীরে জামায়াতের মাধ্যমে দেশ-বিদেশের শুভাকাক্সক্ষী ও ভাই-বোনদের কাছে তার আশু রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করার জন্য একান্তভাবে আবেদন জানান। প্রেস বিজ্ঞপ্তি।