সংগঠন সংবাদ


১ নভেম্বর ২০২৪ ১৮:১১

গাজীপুরে জামায়াত আয়োজিত রুকন সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতিতে বলা হয় ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কিন্তু বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে রাজনীতিবিদরা এ স্লোগান প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। বর্তমান প্রজন্ম আর এ ব্যর্থতা দেখতে প্রস্তুত নয়। তারা চায়, রাজনীতিবিদদের সফল হতেই হবে। জাতির সাথে দেওয়া সব কমিটমেন্ট অবশ্যই তাদের রক্ষা করতে হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, জাতীয় ঐক্যের ভিত্তি হবে ২৪-এর গণবিপ্লব। গণবিপ্লবের চেতনাকে পাশ কাটিয়ে আমাদের দল এবং কোনো দল যেন ভিন্ন পথে হাঁটার চিন্তা না করে। যারাই হাঁটবেন, তাদেরই স্বৈরাচারের রাস্তা ধরতে হবে। গত ২৫ অক্টোবর শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর নগপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে গাজীপুর জেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীরে জামায়াত আরও বলেন, আমি আমার দলকে সতর্ক করছি এবং সকল রাজনৈতিক দলকেও সতর্ক করছি। জনগণের চেতনার বিপক্ষে আমরা যেন কেউ না দাঁড়াই। আমাদের অবশ্যই জনগণের পক্ষে শক্ত করে দাঁড়াতে হবে। জনগণের ন্যায্য দাবি যদি থাকে সে দাবিকে পাশ কাটানোর চেষ্টা বা দুঃসাহস আমরা যেন কেউ না দেখাই। কিন্তু হ্যাঁ, যদি জনগণের মধ্য থেকে কোনো একটি বিশেষ মহল জাতিকে ধোঁকা দেওয়ার জন্য, প্রতারণা করার জন্য কোনো কিছু নিয়ে আসে, সেক্ষেত্রেও আমাদের লক্ষ্য থাকবে তাদের প্রতিহত করার জন্য।
জেলা জামায়াতের আমীর ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ রুকন সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা খলিলুর রহমান মাদানী বিশেষ অতিথি ছিলেন।
গোবিন্দগঞ্জ উন্নয়ন ফোরামের সমাবেশ
কালিয়াকৈর সংবাদদাতা : গণহত্যার বিচারের বিষয়ে সবাই ঐক্যবদ্ধ- এতে কোনো প্রকার ছাড় নাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। গত ২৫ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে গোবিন্দগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোবিন্ধগঞ্জ উন্নয়ন ফোরাম গাজীপুরের সভাপতি আজহার আলী প্রধানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা সেক্রেটারি মোহাম্মদ সফি উদ্দিন, গাইবান্ধা জেলার সাবেক আমীর, গোবিন্দগঞ্জের চেয়ারম্যান, উন্নয়ন ফোরাম, গাইবান্ধা-৪ আসনের নমিনি ডা. আব্দুর রহিম সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুন্নবী প্রধানসহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।
টঙ্গী সাংগঠনিক মডেল থানা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুহাম্মদ মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, উত্তম চরিত্র, মানব সেবা ও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে যোগ্যতা অর্জনের বিকল্প নেই। এজন্য ব্যাপক পড়াশোনা করতে হবে। আমাদের এখন বেশি দরকার আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন। এজন্য রাত জেগে বেশি বেশি নফল ইবাদত ও অধ্যয়নে মনোনিবেশ করতে হবে। পথহারা মানুষের মুক্তির লক্ষ্যে দাওয়াতি কাজ বৃদ্ধি করতে হবে। সমাজ এবং রাষ্ট্রের সর্বপর্যায়ে নেতৃত্ব দেয়ার যোগ্যতা অর্জন করতে হবে।
গত ২৫ অক্টোবর শুক্রবার টঙ্গী তা’মীরুল মিল্লাত অডিটোরিয়ামে গাজীপুর মহানগর টঙ্গী সাংগঠনিক মডেল থানা জামায়াতের ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুর মহানগর জামায়াতের শূরা সদস্য ও টঙ্গী সাংগঠনিক মডেল থানা আমীর মো. নেয়ামত উল্লাহ শাকেরের সভাপতিত্বে এবং মো. মাহফুজুর রহমানের পরিচালনায় ইউনিট প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহা. জামাল উদ্দীন।
সুন্দরগঞ্জে সিরাত সম্মেলন
গাইবান্ধা সংবাদদাতা: সুন্দরগঞ্জে সিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ অক্টোবর শুক্রবার সকালে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামী যুব ও মানবসম্পদ বিভাগ সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ সিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। রাসূল (সা.)-এর জীবন ও কর্ম নিয়ে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন কবি, সাহিত্যিক, গবেষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ। সিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার।
দোহার উপজেলায় ওলামা সম্মেলন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা দক্ষিণের আমীর মাওলানা দেলোয়ার হোসাইন বলেছেন, আলেমরাই নবীগণের উত্তরসূরি। তাই দেশের ক্রান্তিকালে জাতিকে পথ দেখাতে আলেম সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি দেশ, জাতি ও উম্মাহর বৃহত্তর স্বার্থের ছোট-খাটো মতভেদ ভুলে আলেম সমাজকে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। গত ২৫ অক্টোবর শুক্রবার ঢাকায় স্থানীয় একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণের দোহার উপজেলা আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাফেজ মাওলানা আল আমীনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি এবিএম কামাল হোসাইন। উপস্থিত ছিলেন জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোবিনুর রহমান এবং উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন কামাল।
মুক্তাগাছায় কর্মী সম্মেলন
ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ৯নং ইউনিয়ন জামায়াতে ইসলামীর এক কর্মী সম্মেলন মুহাম্মাদ ইমরান হোসেনের সভাপতিত্বে গত ২৫ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের সেক্রেটারি মুজাম্মেল হক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা বদরুল আলম, মুক্তাগাছা থানা আমীর অধ্যাপক শামসুল হক ও সেক্রেটারি আব্দুল্লাহ আল মুজাহিদ, পৌর আমীর আফতাবুর রহমান আকন্দ, ডা. আজহারুল ইসলাম শাহীন, গোলাম মোস্তফা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
বগুড়া শহর ও জেলা শাখার রুকন সম্মেলন
বগুড়া সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জননেতা ডা. শফিকুর রহমান বলেন, “ফ্যাসিবাদ থেকে মুক্তির আন্দোলনের কোনো একক মাস্টারমাইন্ড নেই। দেশের মানুষ আন্দোলনে শামিল হয়েছিল। আন্দোলনের নেতৃত্বের কৃতিত্ব যুবসমাজের। যাদের জীবনের বিনিময়ে আমরা জুলুম থেকে মুক্তি পেয়েছি, সেসব বীর শহীদকে জামায়াতে ইসলামী দলীয়ভাবে বিবেচনা করে না। তারা জাতীয় বীর।
তিনি আরও বলেন, জনগণ বিভক্ত জাতি দেখতে চায় না। তারা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চায়। আমরাও দল-মতের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। দল-মতের ভিন্নতা থাকলেও দেশের জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ৫ আগস্টের পটপরিবর্তনের পর বহু আগাছা-পরগাছা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এদের প্রতিহত করতে হবে।”
গত ২৬ অক্টোবর শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর ও জেলা শাখার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত রুকন সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি গোলাম রব্বানী।
শরীয়তপুর জেলা রুকন সম্মেলন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “সংবিধান মেনে ৫ আগস্টের গণঅভ্যুত্থান হয়নি। সুতরাং সকল কিছুতে সংবিধানের দোহাই দিয়ে কোনো লাভ হবে না। আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো প্রশাসন ও রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ পদে বসে আছে। এ সকল প্রেতাত্মারা নতুনভাবে সরকারকে বিপদে ফেলতে নানান কূটকৌশল অবলম্বন করছে, পাশাপাশি তারা সংবিধানের দোহাই দিচ্ছে। তাদের এ কূটকৌশল এদেশের ছাত্র-জনতা মেনে নিবে না। সুতরাং সংবিধানের দোহাই দিয়ে কোনো লাভ হবে না।”
গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা আয়োজিত রুকন (সদস্য) সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শরীয়তপুর জেলা আমীর মাওলানা আবদুর রব হাশেমীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর কে এম মকবুল হোসাইন। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফরিদপুর অঞ্চল পরিচালক আজহারুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা জামায়াতের সাবেক আমীর সিরাজুল হক মুন্সী ও মাওলানা নূরুল হক, কামরাঙ্গীনচর থানা জামায়াতের আমীর মুজিবুর রহমান খান, সাবেক ছাত্রনেতা এডভোকেট নিজাম উদ্দিন। সঞ্চালনায় ছিলেন মাওলানা মাসুদুর রহমান।
শেরপুরে আলোচনা সভা
শেরপুর সংবাদদাতা: ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের নৃশংস হামলা ও কর্মীদের হত্যার বিচারের দাবিতে শেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ অক্টোবর শনিবার সন্ধ্যায় শেরপুর পৌর অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী, শেরপুর শহর শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ মু. রাশেদুল ইসলাম। শহর জামায়াতের আমীর মাওলানা নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল, সাবেক সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল বাতেন, জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মু. আশরাফুজ্জামান মাসুম প্রমুখ।
টাঙ্গাইলে কর্মী সম্মেলন
টাঙ্গাইলে বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৬ অক্টোবর) সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের ভিআইপি অডিটরিয়ামে শহর ও সদর উপজেলা জামায়াতের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি ড. আ জ ম ওবায়দুল্লাহ।
টাঙ্গাইল শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সদর উপজেলা পশ্চিম আমীর আলমগীর হোসেনের সঞ্চালনায় এ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য ও টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেখক ও গবেষক ড. আহসান হাবীব ইমরোজ, জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান, জেলা সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, শহর সেক্রেটারি মো. সাইফুল ইসলাম, সদর পশ্চিম সেক্রেটারি ইদ্রিস আলী আকন্দ, সদর পূর্ব সেক্রেটারি মো. শরিফুল ইসলাম প্রমুখ। এর আগে মাওলানা লুৎফর রহমানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের শুরু হয়। পরে দারসুল কুরআন পেশ করেন সদর উপজেলা পূর্ব আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল।
কর্মী ও শুভাকাক্সক্ষী সমাবেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ বলেছেন, জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দীনকে বিজয়ী করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কাজ করছে। মানুষকে আল্লাহর দিকে আহ্বান এবং তাগুদের বিরুদ্ধে যুগে যুগে সকল নবী রাসূলগণ সংগ্রাম করেছেন। আজ বাংলাদেশে দীন কায়েমের জন্য জামায়াত কাজ করে যাচ্ছে। জামায়াতের রাজনৈতিক উত্থানকে কায়েমী স্বার্থবাদীরা বরদাশত করতে পারেনি। তাই তারা জামায়াতকে নেতৃত্বশূন্য করার লক্ষ্যে নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। নেতৃবৃন্দ বলেন, ২০০৬ সালে ২৮ অক্টোবর প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করে লাশের ওপর নৃত্য করেছে। খুনি শেখ হাসিনা সারা দেশ থেকে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের লোকদের ঢাকায় এসে এ মানবতাবিরোধী অপরাধ সংঘটিত ও এ নির্মম হত্যাকাণ্ডে গোটা বিশ্ব থমকে দাঁড়িয়েছে।
নেতৃবৃন্দ অবিলম্বে ২৮ অক্টোবর ২০০৬ এর হত্যাকারী খুনি সন্ত্রাসী আওয়ামী ছাত্রলীগের গুণ্ডাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সদরঘাট থানার ৩০নং পূর্ব মাদারবাড়ী দক্ষিণ শাখার সভাপতি মাসুদ আলমের সভাপতিত্বে মালুমঘাটায় অনুষ্ঠিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সদরঘাট থানা জামায়াতের নায়েবে আমীর ডা. আব্দুল মতিন, থানা সেক্রেটারি সরওয়ার জাহান সিরাজী প্রমুখ।
রংপুর মহানগর জামায়াতের অফিস উদ্বোধন
রংপুর সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ এ অফিসে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। অফিসে থাকা কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্যসহ অফিস পুড়িয়ে দিয়েছিল। অন্যায়ভাবে নেতাকর্মীদের গ্রেফতার করে আমাদের ওপর জুলুম করেছে।
সংস্কার শেষে আনুষ্ঠানিকভাবে গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে নগরীর শাপলা চত্বরে অবস্থিত কার্যালয়ের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেছেন। রংপুর মহানগর নায়েবে আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। উল্লেখ্য, ২০১২ সালের ৬ নভেম্বর নেতাকর্মীদের মুক্তির দাবিতে ডাকা সমাবেশে হামলা চালিয়ে পণ্ড করে দেয় পুলিশ। পরে অফিসে ভাঙচুর ও লুটপাট চালিয়ে তালা লাগিয়ে দিয়েছিলো।
মহিলা জামায়াতে ইসলামীর সেমিনার
নাটোর সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা মহিলা বিভাগের উদ্যোগে সীরতুন্নবী (সা.) উপলক্ষে “মানবাধিকার প্রতিষ্ঠায় মহানবী (সা.)” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ অক্টোবর শনিবার নাটোর জেলা পরিষদ মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়। নাটোর জেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যাপিকা মোস্তাজিয়া বানুর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা। সেমিনারে বক্তব্য দেন নাটোর জেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারী সাইফুন নাহার সানজু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ইসমত আরা বেগম, ডা. শাহীনা খাতুন, নাটোর জেলা কর্মপরিষদ সদস্য শাহানাজ শেলী, জহুরা খাতুন, জুবাইদা কাকন লিপি, মাসুমা নাসরিন, নাটোর শহর শাখার সেক্রেটারি শাপলা ইয়াসমিন, সহকারী সেক্রেটারি নাজমে ইনশিরা স্পেনী, নীলুফার নুরানী, ফাতেমাতুজ জোহরা প্রমুখ।
শিক্ষাশিবির
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী জুড়ী উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ড সভাপতি-সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৬ অক্টোবর) উপজেলা সদরের একটি মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার আমীর হাফিজ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান অতিথি ছিলেন জামায়াতের জেলা আমীর প্রকৌশলী শাহেদ আলী। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা ইসলাম উদ্দিন, উপজেলা নায়েবে আমীর আব্দুল হাই হেলাল, এসিস্ট্যান্ট সেক্রেটারি লোকমান হোসাইন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
প্রীতি সমাবেশ
কালাই (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটের কালাইয়ে উপজেলার পুনট ইউনিয়ন জামায়াতের আয়োজনে গত ২৫ অক্টোবর শুক্রবার বিকালে পুনট বাজারে ধানপট্রিতে ইউনিয়ন জামায়াতের আমীর মো. আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি বলেন, ন্যায়-ইনসাফ ভিত্তি সমাজ গঠনে জামায়াতের বিকল্প নেই, সেজন্য জামায়াতে ইসলামী গ্রামগঞ্জে ভালো মানুষ তৈরির কাজ করছে। উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, আগামী দিনে সৎ-যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে সংসদে ভালো লোক পাঠানোর জন্য আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. গোলাম কিবরিয়া, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জয়পুরহাট-২ আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এসএম রাশেদুল ইসলাম সবুজ, সহকারী সেক্রেটারি এ্যাড. মামুনুর রশিদ, জেলা জামায়াত নেতা মাওলানা নুরুজ্জামান সরকার, কালাই উপজেলা জামায়াতের আমীর মো. আব্দুর রউফ, উপজেলা নায়েবে আমীর মাওলানা মুনছুর রহমান, উপজেলা সেক্রেটারি প্রভাষক আব্দুল আলীম। এছাড়া উপজেলা জামায়াত নেতা অধ্যক্ষ মো. তাইফুল ইসলাম ফিতা, ওলামা-মাশায়েখ সভাপতি মাওলানা মো. মোজাফ্ফর হোসেন, মো. গোলাম আজম, আবু সাঈদ মো. রকিব উদ্দিন, জিন্দারপুর ইউনিয়ন আমীর মো. মতিউর রহমান, মাওলানা ছফির উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজহারুল ইসলাম, শিবির সভাপতি মো. মাসুদ রানা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাবেক শিবির নেতা মামুনুল ইসলাম মানিক। সমাবেশে কালাইয়ের কলেজছাত্রী ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রিতা আক্তারের পরিবারকে আমীরে জামায়াতের পক্ষ থেকে ১ লাখ টাকা প্রদান করেন।
কমলগঞ্জে জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষাশিবির
আবদুল হাই ইদ্রিছী, কমলগঞ্জ (মৌলভীবাজার) : মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষাশিবির : ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় কমলগঞ্জ দাখিল মাদরাসায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমলগঞ্জ উপজেলা আমীর মো. মাসুক মিয়া, দারসুল কুরআন পেশ করেন মৌলভীবাজার পৌরসভার আমীর হাফেজ তাজুল ইসলাম। বিভিন্ন বিষয়ে আলোচনা পেশ করেন মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ ও আজিজ আহমদ কিবরিয়া, কমলগঞ্জ উপজেলা সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলাম।
কুমিল্লা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম বলেছেন, স্বৈরাচারের মদদে যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করার চেষ্টা করবে, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। স্বৈরাচারের পতন হলেও স্বৈরাচারের দোসরা বিভিন্ন প্রতিষ্ঠানে নানা ধরনের বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করছে। নতুনভাবে আত্মপ্রকাশ ও অতিবিপ্লব তৈরির চেষ্টা করছে ঘাপটি মেরে থাকা স্বৈরশাসকের দোসররা। তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একটি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জামায়াত কর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। গত শনিবার (২৬ অক্টোবর) কুমিল্লা জেলা শিল্পকলা ও ফানটাউন মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণ ও আদর্শ সদর উত্তর সাংগঠনিক থানার পৃথক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা সদর দক্ষিণ সাংগঠনিক থানা জামায়াতের আমীর মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মু. লুৎফর রহমান খান মাসুমের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি আরো বলেন, আওয়ামী লীগের জন্মটাই হয়েছে ইসলামবিদ্বেষের ওপর। তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেটাই গত ১৫ বছর মানুষের কাছে তুলে ধরেছে। তারা জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে এমন আচরণ করেছে, যেই আচরণ পশুও পশুর সঙ্গে করতে পারে না।
আওয়ামী লীগ এ দেশের মানুষের প্রয়োজনে প্রতিষ্ঠিত হয়নি। দলটি ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন হয়েছে। ১৫ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। জনগণের টাকা লুট করে বিদেশে বাড়ি নির্মাণ করেছে তারা। বাংলাদেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ততবারেই মানুষের ওপর জুলুম-অত্যাচার চালিয়েছে। তাই ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ঝড়ে আওয়ামী লীগের নেতারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুর রব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. মোছলেহ উদ্দিন, সেক্রেটারি অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, অফিস সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য এড. এয়াকুব আলী চৌধুরী, মাহবুবর রহমান, কাজী নজির আহম্মেদ, গলিয়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম, কুমিল্লা বার্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ড. মাসুদুল হক চৌধুরী প্রমুখ।
ঈশ্বরদীতের জামায়াতের কর্মী সম্মেলন
ঈশ্বরদী সংবাদদাতা : ঈশ্বরদী উপজেলার ছলিম ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৫ অক্টোবর) সকালে স্থানীয় মিরকামারি আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাসুদুর রহমানের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা জামায়াতের আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল।
ইউনিয়ন জামায়াত সেক্রেটারি অধ্যাপক তৈয়বুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান, জেলা তালিমুল কুরআন সেক্রেটারি গোলাম রব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমীর অধ্যাপক ডক্টর নুরুজ্জামান প্রামাণিক। উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নায়েবে আমীর মাওলানা নুর মোহাম্মদ, সেক্রেটারি সাইদুল ইসলাম, আব্দুর রহমান মাস্টার, যুব বিভাগের সেক্রেটারি বাকিবিল্লাহ খান, হাফিজুর রহমান খান, মাসুদ রানা মাসুম, মাহফুজুর রহমান, মনসুর রহমান, ছাত্রশিবির পাবনা জেলা সভাপতি ইসরাইল হোসেন শান্ত, জামায়াত নেতা আজিজুর রহমান খান, আমিনুর রহমান খান প্রমুখ।
তৈলারদ্বীপ সেতু টোলমুক্ত করতে গণশুনানিতে জামায়াত
বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা সীমান্তবর্তী শঙ্খ নদীর ওপর নির্মিত তৈলারদ্বীপ সেতুর অবৈধ টোল বন্ধের দাবিতে এক যুগের বেশি সময় ধরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মানবিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা বিক্ষোভ, মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ নানা কর্মসূচি পালন করে আসছিল। সর্বশেষ কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট গণবিপ্লবের তোপের মুখে তৎকালীন আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে ভারত পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই এ সেতুর টোলমুক্ত ঘোষণা করে উৎসক জনতা।
তৎপরবর্তী সময়ে তৈলারদ্বীপ সেতুর টোল স্থায়ী ভাবে বন্ধ রাখার দাবিতে নানা কর্মসূচিসহ সরকারি বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছে ছাত্র-জনতারা। তারই ধারাবাহিকতায় গত রোববার (২০ অক্টোবর) সকাল ১০টায় তৈলারদ্বীপ সেতুর টোল বক্সের সামনে প্রধান সড়কের ওপর গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিকালে প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম বাঁশখালী উপজেলা শাখার আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ জেলা নেতা মোক্তার হোসাইন সিকদার, দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শাখাওয়াত জামান দুলাল, যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (চট্টগ্রাম জজ কোর্ট) এডভোকেট শওকত ওসমান, ডা. মোস্তাফিজর রহমান, এডভোকেট মাহমুদুল ইসলাম, এডভোকেট মুজিবল হক, জাহেদুল হক (জাহেদ), দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মো. নিজাম উদ্দিনসহ বিএনপি ও জামায়াত ইসলামী বাঁশখালী উপজেলা শাখার নেতাবৃন্দসহ বিভিন্ন সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, মানবিক, শ্রমিক ও গণমাধ্যমকর্মীরা।
বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) মাহফিল
বরিশাল সংবাদদাতা: ইসলামবিরোধী শক্তি ক্ষমতায় থাকার কারণে আমারা গত সতেরো বছর মানুষের কাছে যেতে পারিনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি গত ২৬ অক্টোবর শনিবার বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে সিরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আল্লাহ্ তায়ালা খেলাফত প্রতিষ্ঠার জন্য মানুষ সৃষ্টি করেছেন। আমরা বিভিন্ন ইবাদত করবো কিন্তু সকল ইবাদাতের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার গুরুত্ব সর্বাধিক এটা আমাদের কাছে স্পষ্ট থাকতে হবে। জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দীন প্রতিষ্ঠার চেষ্টা করছে বলেই আমাদের ওপর এত জুলুম নির্যাতন করা হয়। এ নির্যাতনের ইতিহাস সকল যুগের ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা-সাধনা করেছে তাদের সকলের ওপরই এসেছে। কিন্তু শত জুলুম-নির্যাতনের পরেও সত্যবাদীদের তাদের মূল লক্ষ্য থেকে এক চুল পরিমাণেও সরানো যায়নি। আল্লাহ রাসূলের সাহাবীগণ তার প্রকৃষ্ট উদাহরণ, তারা চরম জুলুম-নির্যাতনের মধ্যেও হুকুমাত প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে সফলতার মনজিলে পৌঁছে গেছেন।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, রাসূল (সা.)-এর মতো আমরা আমাদের পরিবারের দাওয়াতি কাজ করার মাধ্যমে একটা নীরব বিপ্লব ঘটাতে পারি। নিকটাত্মীয় ও প্রতিবেশী আন্দোলনের দাওয়াত না পায়, তাহলে আন্দোলন তার কাক্সিক্ষত মঞ্জিলে পৌঁছাতে পারবে না।
আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার।
সদরঘাটের পাঠানটুলীতে সীরাতুন্নবী (সা.) মাহফিল
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, আমাদের জীবনের সর্বক্ষেত্রে রাসূল (সা.)-কে অনুসরণ করতে হবে। কেবল মসজিদ-মাদরাসা, হজ-ওমরায় রাসূলকে মানলেন কিন্তু পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতিতে মানলেন না, তবে আপনি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারলেন না। পতিত স্বৈরাচার অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এবং ব্যাংক শেয়ারবাজারসহ সকল সেক্টর শেষ করে দিয়েছে। দীর্ঘ দুঃশাসনে বাংলার ১৮ কোটি মানুষকে পতিত স্বৈরাচার অতিষ্ঠ করে তুলেছিলো। ছাত্র-জনতার তীব্র আন্দোলনে বিতাড়িত হয়েছে। বাংলাদেশের জমিন থেকে আওয়ামী ফ্যাসিস্টদের রাজনীতি চিরতরে শেষ হয়ে গেল। গত ২৩ অক্টোবর জামায়াতে ইসলামী সদরঘাট থানার ২৮ নম্বর পাঠানটুলীতে সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড সেক্রেটারি ডা. কফিল উদ্দিনের সঞ্চালনায় সীরাতুন্নবী (সা.) মাহফিলে কুরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আলমগীর বাশার। ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ড আমীর কবির আহমেদের সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহাম্মদ মাহমুদুল হাসান। বিশেষ বক্তা ছিলেন মুহাম্মদ মোহছেন আল হোসাইনী। বিশেষ অতিথি ছিলেন ডবলমুরিং থানা জামায়াতের আমীর মুহাম্মদ ফারুক আজম, সদরঘাট থানার ভারপ্রাপ্ত আমীর ডা. আবদুল মতিন তালুকদার, চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম।
ব্যবসায়ীদের সাথে মতবিনিময়
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন বলেছেন, বিগত পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী হওয়া সত্ত্বেও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক পিছিয়ে। দেশের অর্থনীতির সিংহভাগ জোগান দেয় চট্টগ্রাম। আওয়ামী লীগ ব্যবসায়ীদের কল্যাণে প্রতিষ্ঠিত সংস্থাগুলোকে দলীয় ও পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছে। ব্যবসায়ী নেতৃবৃন্দ ব্যবসার উন্নয়ন এবং স্বার্থ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান। বিশিষ্ট ব্যবসায়ীদের সংগঠন আইবিডব্লিউএফ চট্টগ্রামের সভাপতি ডা. এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে স্থানীয় মিলানায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন উপরোক্ত বক্তব্য রাখেন।
বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দীন শাহজাহানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সল মুহাম্মদ ইউনুছ, ডাক্তার এ টি এম রেজাউল করিম, বিশিষ্ট ব্যবাসায়ী ও আইবডাব্লিউএফের সহ-সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, জামায়াত নেতা মুহাম্মদ জাকারিয়া, এডভোকেট আলমগীর মুহাম্মদ ইউনুছ, মামুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ রফিকুল ইসলাম, মুহাম্মদ আব্দুল আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী আহমদ রশিদ আমু ও কামরুল হুদা এবং এমরানুল হক, বিশিষ্ট শিল্পপতি মুজিবুর রহমান, ব্যবসায়ী ফজুলল কাদের, মুহাম্মদ ইকবাল শরীফ, বেলাল আহমদ, ওয়াহিদ মুরাদ চৌধুরী, আব্দুল মালেক, ফজলে এলাহি শাহীন, মোহাম্মদ দেলোয়ার হোসেন,কামাল উদ্দীন ও মুহাম্মদ ইলিয়াছ, আসাদুজ্জামান প্রমুখ।
টেরিবাজার ব্যবসায়ীদের নিয়ে সাধরণ সভা: আমাদের ব্যবসায়ীদের মধ্যে সততার অভাব রয়েছে। ব্যবসায়ীদের মধ্যে তাকওয়া থাকতে হবে। তাদেরকে রাসূল (সা.)-এর আখলাক গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুছ। টেরিবাজর ব্যবসায়ীদের নিয়ে সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সরোয়ার উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী সাঈদ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ আলমগীর কবির, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ ইউসুফ প্রমুখ।
লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
লক্ষ্মীপুর সংবাদদাতা: আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত ২৮ অক্টোবর সোমবার বিকেলে শহরের দক্ষিণ তেমুহনীতে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চকবাজার ও উত্তর তেমুহনী প্রদক্ষিণ করে ঝুমুর এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে নেতাকর্মীরা ‘দফা এক, দাবি এক খুনি হাসিনার গ্রেফতার’, ‘স্বৈরাচারের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করো, করতে হবে’, ‘লগি-বৈঠার সন্ত্রাসীদের গ্রেফতার কর, করতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
সদর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিলের আগে দক্ষিণ তেমুহনী এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলার নায়েবে আমীর এডভোকেট নজির আহমদ, এ আর হাফিজ উল্যাহ, জেলা সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুর নবী, সহ-সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ ও এডভোকেট মহসিন কবীর মুরাদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারী, জামায়াত নেতা সরদার সৈয়দ আহম্মদ, শহর জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান, সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, চন্দ্রগঞ্জ থানা আমীর মাস্টার মোস্তফা মোল্লা, সেক্রেটারি এডভোকেট রেজাউল ইসলাম খান সুমন, শহর ছাত্র শিবিরের সভাপতি আরনান হোসেন, সেক্রেটারি ফরিদ উদ্দিন প্রমুখ।
পাবনায় আলোচনা ও দোয়া মাহফিল
পাবনা জেলা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আগামীতে দেশের মানুষ সংসদে দেখতে চায়। এজন্য অধির আগ্রহে মানুষ চেয়ে আছে। জামায়াত দেশে সরকার গঠন করলে সেটা হবে ৫৩ বছরের ইতিহাসের শ্রেষ্ঠ সরকার। জামায়াতের দুইজন মন্ত্রীর বিরুদ্ধে এক টাকারও দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গঠনে জামায়াত কাজ করে যাচ্ছে। আমরা সোনার দেশ উপহার দিতে চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা জেলা আমীর অধ্যাপক আবু তালেব মণ্ডল।
গত ২৮ অক্টোবর সোমবার বিকেল ৩টায় পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তন (টাউন হল ময়দান) মাঠে ২৮ অক্টোবর ২০০৬ আওয়ামী লগি-বৈঠাধারী সন্ত্রাসীদের বিচারের দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাবনা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক রকিব উদ্দিনের সভাপতিত্বে ও পাবনা সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবু তালেব মণ্ডল প্রমুখ।