সংবাদ শিরোনামঃ

গাজায় ইসরাইলি হামলা : বিপন্ন মানবতা ** ঈদের পর আন্দোলন ** ঈদবাজারের সিংহভাগই বিদেশী পণ্যের দখলে ** দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গড়তে হলে রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে হবে : মাওলানা আব্দুল হালিম ** রাজনীতিতে বদ্ধ ও গুমোট অবস্থা বিরাজ করছে ** ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে ** এ যেন সেই ‘ভাতে মারবো, পানিতে মারবো’র মতো ব্যাপার-স্যাপার! ** সারাদেশে বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল ** ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ ** ঈদুল ফিতরের তাৎপর্য ** সেকালের ঈদ **

ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪২১, ২৬ রমজান ১৪৩৫, ২৫ জুলাই ২০১৪

ঈদের দিনে শিশুদের সাজ

তাহমিনা তাসির
ঈদ মানে আনন্দ। আর এই আনন্দ সবচেয়ে বেশি উপভোগ করে ছোটরা। ঈদকে সামনে রেখে ছোটদের বায়নার যেন কমতি নেই। নতুন জামা জুতার পাশাপাশি ওদেরও চাই চুলের কিপ, রাবার ব্যান্ড, চুড়ি আংটিসহ সাজসজ্জার নানা অনুষঙ্গ। তাই রোজার শুরু থেকে অভিভাবকরা সন্তানের পছন্দসই পণ্যটি কিনতে ছুটে যান মার্কেটে। শুধু কী তাই! ঈদের দিন কে কেমন করে সাজবে তা নিয়েও চলে প্রতিযোগিতা। তবে এবারের ঈদ যেহেতু পুরোপুরি গরমকালে, তাই ছোটদের পোশাক থেকে শুরু করে সবকিছুই হওয়া চাই আরামদায়ক। কেননা ওরা সারাদিন ঘুরে বেড়ায়। তাই ওদের এমন কোনো পোশাক পরানো বা সাজগোজ করানো ঠিক হবে না যাতে ওরা অস্বস্তিবোধ করে। চলুন তবে জেনে নেই ছোটদের সাজসজ্জা নিয়ে কিছু কথা।

এখনকার প্রায় সব শিশুই পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা, স্যান্ডেল এমনকি চুলের কিপও ব্যবহার করে। তাই ওদের পছন্দ মতো ও রুচিশীল পোশাকটি কিনে দিন। এেেত্র সুতি বা লিলেন কাপড়ের পোশাক হলে ভালো হয়। এতে ওরা স্বাচ্ছন্দ্যবোধ করবে। পোশাকটি আরামদায়কও হবে।

ঈদের দিন, তাই যা খুশি তাই সাজো এ মনোভাব কখনও দেখাবেন না। কেননা ওরা ছোট বলে সাজগোজ বা ওদের আরামের বিষয়টি ততটা বোঝে না। সেেেত্র যাদের চুল ছোট সেসব বাচ্চাদের ঝুটি করে বা কিপ দিয়ে চুল বেঁধে দিন। চুল বাঁধার উপযোগী না হলে বাজারে নানা ধরনের ব্যান্ড পাওয়া যায়, জামার সঙ্গে মিলিয়ে একটি পরিয়ে দিন । ওকে ভালো দেখাবে।

ছোটদের হাত পায়ের নখে বেশি রঙচটা নেইল পলিশ লাগাতে দেবেন না। এতে ওদের সাজগোজের সৌন্দর্যহানি ঘটবে। আর হ্যাঁ, কম দামি নেইল পলিশ তো কখনই না। কারণ, এতে শিশুদের নখ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।

চোখে কাজল বা আই শ্যাডো না দেয়াই ভালো। কেননা এতে ওদের শিশুসুলভ সৌন্দর্য ফুটে ওঠে না। অগত্যা যদি এসব প্রোডাক্ট ওরা ব্যবহার করতে চায় তাহলে হালকা কালারের শ্যাডো লাগিয়ে দিন, তবে অবশ্যই সুন্দর করে, দায়সারাভাবে কখনও ওদের সাজিয়ে দেবেন না।

ছোটরা সাজগোজের সময় অনেক কিছু বায়না করে। ওরাও বড়দের মতো সাজতে চায়। তাই ওদের বুঝাতে হবে বড়দের মতো ওদের এতো বেশি সাজসজ্জার প্রয়োজন নেই। অনেক শিশু আছে যারা টিপ খুব পছন্দ করে। তাদের সেেেত্র অন্য কোনো সাজসজ্জা না করিয়ে পোশাকের সঙ্গে মিলিয়ে একখানা টিপ পরিয়ে দিন। দেখতে ভালো লাগবে, শিশুও আনন্দিত হবে।

লিপস্টিক দেয়ার বায়না থাকে প্রায় সব বাচ্চাদের। অনেকে তো গাঢ় রঙের লিপিস্টক লাগিয়ে বেড়াতে নিয়ে যান শিশুদের। এটা কখনও ঠিক না। শিশুদের কখনও লিপস্টিক ব্যবহার করতে দেবেন না। কেননা, ঠোঁট এমনিতেই সংবেদনশীল। তার ওপর ছোটদেরটা তো আরও বেশি সংবেদনশীল। তাই দেশী হোক বা বিদেশী কোনো লিপস্টিকই ওদের ব্যবহার করতে না দেয়াই ভালো।

জবরজং টাইপের মালা বা কানের দুল না পরানোই ভালো। অনেকে আবার ভারী পাথরের মালা বা কানের দুলসহ গলায় একটা ভারী হার পরিয়ে শিশুদের ঘুরতে পাঠিয়ে দেন। এতে শিশুরা সাময়িক আনন্দিত হলেও কিছুণ পর ওদের অস্বস্তি শুরু হয়। যার ফলে অনেক শিশুরাই সব জিনিস পরানোর কয়েকটি মিনিট পরই দুল বা হার খুলে ফেলার জন্য ঘ্যান ঘ্যান করে। আসল কথা হলো, যেভাবেই ওদের সাজান না কেন তাদের স্বস্তির কথা আগে ভাবতে হবে।

ঈদের দিন শিশুদের স্বর্ণ, রুপা বা ডায়মন্ডের মতো দামি কোনো কিছু পরানো ঠিক নয়। এতে ওসব জিনিস হারানোর পাশাপাশি শিশুদের জীবনের জন্যও হুমকি বয়ে আনতে পারে। কেননা, ঈদের দিন ওরা ঘোরাঘুরির মুডে থাকে। তাই এসব দামি জিনিসের প্রতি ওদের খেয়াল থাকে কম।

অনেক মা আছেন যারা শিশুদের সকালে একবারে সাজিয়ে তৈরি করে দেন। সারা দিন শিশুরা একইভাবে একই মেকআপ নিয়ে ঘুরতে থাকে। এতে ওদের ত্বকের তি হতে পারে। তাই ঘণ্টা দুয়েক পর ওদের মুখ ভালো করে ধুইয়ে আবার সাজিয়ে দিন । এতে ওদেরও ভালো লাগবে, আর ত্বকও সুস্থ থাকবে।

ঘরে যা আছে সবকিছু দিয়ে শিশুদের সাজাবেন না। এতে ওদের নিজস্ব সৌন্দর্য ঢাকা পড়ে যাবে।

ছেলে শিশুদের বেলায় জামা কাপড়, জুতার সঙ্গে মাথায় একটি ক্যাপ বা হ্যাট পরিয়ে দিন। এতে রোদ থেকে ওরা রা পাবে। আর অস্বস্তিবোধও কম হবে।

অনেক ছেলে শিশুই বেশিণ পাঞ্জাবি পায়জামা পরে থাকতে চায় না। সেেেত্র কিছুণ পর পর ওদের পোশাক বদলে দিন।

মোটকথা, বড়দের থেকে শিশুদের কাছে ঈদের আনন্দ অনেক বেশি। তাই ওরা যেভাবে স্বাচ্ছন্দ্যবোধ করে সারাদিন কাটাতে পারে সেই ব্যবস্থাই করা ভালো।

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।