রেজি : ডিএ ৫১৭ ॥ ৬৩ বর্ষ : ১২তম সংখ্যা ॥ ঢাকা, শুক্রবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩১ ॥ ৭ জিলহজ ১৪৪৫ হিজরী ॥ ১৪ জুন ২০২৪

ঋণনির্ভর বাজেট

মূল্যস্ফীতি হ্রাস ও কর্মসংস্থানের দিকনির্দেশনা নেই
বাড়ছে সুদ ব্যয়, কষ্ট বাড়বে সাধারণ মানুষের
॥ উসমান ফারুক ॥
বছরের পর বছর ধরে অর্থনীতির সব সূচক এখনো টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আমদানি, রপ্তানি, রেমিট্যান্স, মূল্যস্ফীতি, রিজার্ভ সংকট, টাকার মান পড়ে যাওয়া, রাজস্ব আদায় না হওয়া, বিদেশি বিনিয়োগ কমে যাওয়া, ব্যাংক খাতে তারল্য সংকটের মতো সূচকগুলো গত দুই বছর ধরেই খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে শুধু রেমিট্যান্স সূচকটি কয়েক মাস ধরে কিছুটা ভালো হলেও অর্থ পাচারের পরিমাণ কমেনি। অর্থনীতির এমন চালচিত্রের মধ্যে খেলাপি ঋণ এক লাখ ৮২ হাজার কোটি টাকায় পৌঁছানোর দিনেই জাতীয় সংসদে আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। যেখানে অর্থনৈতিক সংকট সমাধানের কোনো বার্তা নেই। উচ্চহারের মূল্যস্ফীতিতে জর্জরিত সাধারণ আয়ের মানুষের ওপর চাপিয়েছেন নতুন করের বোঝা। বাজেটের পরের দিন অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছেন, মূল্যস্ফীতি কমবে বছরের শেষে। অর্থাৎ আরো ছয় মাস অপেক্ষা করতে বলেছেন তিনি। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, এক বছর অপেক্ষা করতে হবে মূল্যস্ফীতি কমে কি না, তা দেখতে। যদিও বাজেটে মূল্যস্ফীতি কমানোর কোনো বাস্তবিক পরিকল্পনা নেই।
বাজেট বিশ্লেষণ করে অর্থনীতিবিদরা বলছেন, আগামী বাজেটও বাস্তবসম্মত হয়নি। বাস্তব সমস্যাকে পাশ কাটিয়ে কল্পনানির্ভর বাজেট করা হয়েছে। ছোট ব্যবসায়ীদের ওপর নতুন কর বসালেও বিপরীতে ছাড় ....বিস্তারিত

২৫ কোটি মুসলমানের দেশ ভারত

লোকসভায় কমছে মুসলিম এমপি

মোদির ৭২ সদস্যের মন্ত্রিপরিষদে নেই কোনো মুসলিম
॥ ফেরদৌস আহমদ ভূইয়া ॥
ভারতের মুসলিম জনসংখ্যা ২০ শতাংশ হলেও লোকসভা নির্বাচনে মুসলিম এমপি কোনো সময়ই ১০ শতাংশও হয় না, বরং কমে তা ৫ শতাংশের নিচে চলে এসেছে। এবারের লোকসভা নির্বাচনেও মুসলিম এমপি নির্বাচিত হয়েছেন মাত্র ২৫ জন, যা লোকসভার ৫৪৩ আসনের ৫ শতাংশেরও কম। প্রধান রাজনৈতিক দলগুলোর বিমাতাসুলভ আচরণের কারণে ভারতে প্রতিনিয়ত মুসলিম এমপি প্রার্থীদের সংখ্যা যেমন কমছে, তেমনিভাবে কমছে নির্বাচিত এমপির সংখ্যা। অপরদিকে ২৫ কোটির অধিক মুসলিম অধ্যুষিত একটি দেশে মন্ত্রিপরিষদে কোনো মুসলিমের স্থান হয়নি। ইতোমধ্যে বিজেপির নেতৃত্বাধীন কোয়ালিশন সরকারে নরেন্দ্র মোদি ৭২ সদস্যের মন্ত্রিপরিষদ গঠন করেছেন। অপরদিকে রাজনৈতিক দলগুলো মুসলিমদের মনোনয়ন দেয়া কমিয়ে দিয়েছে। ২০১৯ সালে রাজনৈতিক দলগুলো ১১৯ মুসলিমকে লোকসভা নির্বাচনে মনোনয়ন দিয়েছিল, এবার দিয়েছে ৮২ জনকে। ইতোপূর্বে ১৯৮৪ সালে ৪৫ মুসলিম এমপি নির্বাচিত হয়েছিল। এ সংখ্যা ছিল ভারতের স্বাধীনতার পর সবচেয়ে বেশি।
এবারের লোকসভা নির্বাচনে মুসলিম প্রার্থী ৮২ জনের মধ্যে মাত্র ২৫ জন মুসলমান এমপি নির্বাচিত হয়েছেন। ২৫ জনের মধ্যে ২১ সাংসদ বিরোধী জোট ইন্ডিয়া জোটের দলগুলোর। এর মধ্যে কংগ্রেসে থেকে সর্বাধিক ৯ জন মুসলিম সাংসদ, তৃণমূল কংগ্রেস (টিএমসি)-এর পাঁচজন। চারজন সাংসদ সমাজবাদী পার্টির (এসপি)। দুই সাংসদ ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) ও একজন ন্যাশনাল কনফারেন্স (এনসি)-এর। ....বিস্তারিত

এ বাজেট ধনী ও গরিবের মধ্যে বৈষম্য আরো বৃদ্ধি করবে

॥ সাইদুর রহমান রুমী॥
বাজেট দেশ ও জাতির এক বছরের আর্থিক আয়-ব্যয়ের প্রতিচ্ছবি হলেও বাংলাদেশের মানুষের জন্য তা যেন হচ্ছে না। ক্ষতিগ্রস্তদের আরো ক্ষতির সম্মুখীন আর লাভবানদের আরো লাভবান করতে আসে বাজেট। এ কারণে সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ ও হতদরিদ্রদের বাজেটের প্রতি কোনো আকর্ষণ নেই।
বাজেট আসে বাজেট যায়, তবে এতে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না; বরং বাজেট মানে দাম বাড়া আর আমাদের কাছে প্রতি বছর নতুন আতঙ্কের নাম- এভাবেই খেদোক্তি করছিলেন রাজধানীর মুগদাপাড়া এলাকার তরকারি বিক্রেতা মো. সবুর (৫২)। ক্ষুদ্র এ ব্যবসায়ী বলেন, ‘বাজেট দিয়া আমরা কি করমো। গ্যাস, কারেন, পানির বিল আর বাড়িভাড়া দিয়াই সব শেষ। বাচ্চাদের ভালো খাওন দিতে পারি না। ভালা ডাক্তার দেহাইতে পারি না, লেহাপড়ার খরচ দিতে পারি না। এ বাজেটে আমাগো কোনো কাম নাই। আপনি লেইখ্যা দেন।’ এভাবে বলতে বলতে তিনি অনেকটা ফুঁপিয়ে কাঁদছিলেন।
 উল্লেখ্য, গত ৬ জুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের জন্য জাতীয় সংসদে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। অর্থনীতিবিদরা বলছেন, দেশের অর্থনীতির এ সংকটময় মুহূর্তে এবারের বাজেটে নতুন দিকনির্দেশনা নেই। বরং এ বাজেটে ধনী-গরিব বৈষম্য আরো বাড়বে। গরিব ও মধ্যবিত্তের হাহাকারে যুক্ত হবে নতুন অনেক ভোগান্তি।
বাজেট নিয়ে জিজ্ঞাসা করতেই মিরপুর এলাকার চা-দোকানি জুলফিকার মিয়া বলেন, ‘ভাই আপনিই তো দেখতাছেন চা’র দাম নিয়া কাস্টমারের লগে ঝগড়া করতাছি। ....বিস্তারিত

এমপি আনার হত্যা

জট খুলছে ফেঁসে যাচ্ছেন একাধিক আওয়ামী লীগ নেতা

সোনার বাংলা ডেস্ক : ভারতের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার খুন হয়েছেন। কিন্তু খুনের ঘটনা তদন্তে বের হয়ে আসছে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার নাম। তাদের গতিবিধির ওপর নজর রাখছে ডিবি। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সর্বশেষ খবরে জানা গেছে, গত ১২ জুন বুধবার সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। গত ১১ জুন মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি সূত্র জানায়, আক্তারুজ্জামান শাহীনের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের যোগাযোগ ছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল এ হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইদহের অনেক আওয়ামী লীগ নেতা নজরদারিতে থাকার কথা জানিয়েছেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
গত ১০ জুন সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, এমপি আনার হত্যাকাণ্ডের তদন্ত শেষ হলে অনেকেই গ্রেফতার হতে পারেন। সেই সঙ্গে এমপি আনারের লাশ শনাক্ত হলে অনেক কিছুই প্রকাশ করা সম্ভব হবে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তে পাওয়া তথ্য যাচাই-বাছাই চলছে।
এরই মধ্যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ....বিস্তারিত

কোটা বাতিলের দাবিতে আবারো শিক্ষাঙ্গন উত্তাল

স্টাফ রিপোর্টার : ২০১৮ সালে অক্টোবরে মীমাংসিত সরকারি চাকরিতে কোটা ইস্যুটি গত ৫ জুন উচ্চ আদালতের একটি রায়ের পর ফের আলোচনায় এসেছে। শুধু আলোচনা নয়, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে বিতর্ক ও বিক্ষোভ নতুন করে ডালপালা মেলেছে। ক্ষোভ-বিক্ষোভে রূপ নিয়েছে। গত ৫ জুন সরকারি নিয়োগের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা পুনর্বহাল করার রায় দিয়েছে, হাইকোর্ট। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা কোটা বাতিল করে দেওয়া সরকারি পরিপত্র পূণর্বহালে উচ্চ আদালতের রায় স্থগিতের দাবিতে বিক্ষোভ করছেন।    
বিক্ষোভকারীদের ভাষ্য, ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিয়োগে অযৌক্তিক কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে সারা দেশে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ধারাবাহিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে সে বছর ৪ অক্টোবর সরকারের সিদ্ধান্তে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত বা আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি সংশোধন করে পরিপত্র জারি করে। সে সময় পরিপত্রে উল্লেখ করা হয়, ৯ম গ্রেড (পূর্বতন প্রথম শ্রেণি) ও ১০ম-১৩তম গ্রেডের (পূর্বতন দ্বিতীয় শ্রেণি) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এবং ৯ম গ্রেড (পূর্বতন প্রথম শ্রেণি) ও ১০ম-১৩তম গ্রেডের (পূর্বতন দ্বিতীয় শ্রেণি) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান ....বিস্তারিত

কাজে লাগছে না পণ্যমূল্যের ঊর্ধ্বগতি থামানোর পদক্ষেপ

স্টাফ রিপোর্টার : বাজার পরিস্থিতি কবে কখন উন্নতি হবে, তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা যা বলছেন, বাজারের বাস্তব চিত্র তার চেয়ে সম্পূর্ণ উল্টো। শান্ত মানুষ বাজারে গিয়ে অশান্ত হয়েও উঠছেন। কিন্তু এতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের কোনো মাথাব্যথা নেই। কারণ ভোক্তাদের অভিযোগ তারা নানাভাবে আয় করছে, এজন্য মূল্য বাড়লেও তারা সমস্যায় পড়েন না। গত ১০ জুন সোমবার এ প্রতিবেদন লেখার দিনেও ঢাকার বাজারের এক ডজন (১২টা) ডিমের মূল্য ১৬০ টাকা বিক্রি হয়েছে। অর্থাৎ সরকার ডিম বিক্রির জন্য যে মূল্য বেঁধে দিয়েছিল, তার ধারে-কাছেও নেই বিক্রেতারা। ঢাকাসহ সারা দেশে একই অবস্থা বিরাজ করছে, কিন্তু নির্ধারিত মূল্যে বিক্রি না করার জন্য সরকার উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেয়নি। প্রায় প্রতিটি পণ্যের ক্ষেত্রে ঠিক একই অবস্থা চলছে। অর্থাৎ ভোক্তার জন্য কোনো ভালো খবর নেই।    
গত ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তবে বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। যে কারণে বাজারেও বাজেটের কোনো ইতিবাচক প্রভাব দেখা যায়নি। উল্টো বেড়েছে অনেক পণ্যের মূল্য। এছাড়া মাছ, গোশত, ব্রয়লার মুরগি সবকিছুর মূল্যই বেশি। প্রায় প্রতিটি জিনিসের দাম বাড়ছে, কিন্তু সেই অুনপাতে মানুষের আয় বাড়ছে না। ফলে সংকটের মধ্য দিয়ে দিন যাচ্ছে সাধারণ মানুষের।
বিশ্লেষকরা বলছেন, বাজারের ঊর্ধ্বগতি থামাতে কর্তৃপক্ষ নানা আশ্বাস ....বিস্তারিত

ওয়াকার-উজ-জামান নতুন সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের পরবর্তী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, যিনি এতদিন চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে আগামী ২৩ জুন বিকাল থেকে তিন বছরের জন্য তাকে সেনাপ্রধানের দায়িত্ব দিয়েছে সরকার।
প্রতিরক্ষা মন্ত্রণালয় তার এ নিয়োগের আদেশ জারি করেছে বলে গত ১১ জুন মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর।
ওয়াকার-উজ-জামান সেনাপ্রধানের দায়িত্বে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন। ২০২১ সালের ২৪ জুন থেকে ওই দায়িত্ব সামলে আসছেন শফিউদ্দিন আহমেদ।
নতুন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের শ্বশুর মুস্তাফিজুর রহমানও একসময় সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছেন। ১৯৯৭-২০০০ মেয়াদে বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান।
শেরপুরের সন্তান ওয়াকার-উজ-জামান ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর ত্রয়োদশ দীর্ঘমেয়াদি কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন পান।
দীর্ঘ ৩৯ বছরের সামরিক জীবনে তিনি একটি পদাতিক ব্যাটালিয়ন, একটি পদাতিক ব্রিগেড এবং পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়েছেন। স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস এবং সেনা সদর দপ্তরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
চলতি বছরের শুরুতে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের (পিএসও) দায়িত্ব থেকে চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) করা হয় ওয়াকার-উজ-জামানকে।
তার আগে ২০২০ সালের নভেম্বরে মেজর ....বিস্তারিত

শঙ্কার ঈদযাত্রায় ভাড়া বিড়ম্বনায় যাত্রীরা

স্টাফ রিপোর্টার : নিরাপদ ভ্রমণের আশ্বাস দেওয়া হলেও প্রতি বছরই ঈদযাত্রায় ঘটে অসংখ্য দুর্ঘটনা; ঘটে প্রাণহানিও। এসব দুর্ঘটনায় অনেকে আহত হন, ঘটে অঙ্গহানি। কোনো কোনো পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি বিয়োগ হয়ে যান, ফলে ঈদ আনন্দের পরিবর্তে পরিণত হয় বেদনায়। প্রতি বছরই ঈদ এলে সরকারের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান নিরাপদ ঈদযাত্রায় তৎপর হয়, কিন্তু এতে কাজের কাজ কিছুই হয় না। ঈদের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু তৎপরতা চোখে পড়লেও ঈদের পর ফিরতি যাত্রায় তা আর দেখা যায় না। প্রতি ঈদে এক কোটিরও বেশি মানুষ ঢাকা ছাড়েন। ঈদের তিন-চারদিন আগে এরা ঢাকা ছাড়েন অল্প সময়ের মধ্যে এত মানুষকে নিরাপদে পৌঁছে দেওয়ার সক্ষমতা পরিবহন সেক্টরের নেই। ফলে মানুষ ঝুঁকি নিয়েই ঝুঁকিপূর্ণ পরিবহনে শহর ছেড়ে গ্রামে যান। কিন্তু এ ঝুঁকিপূর্ণ পরিবহন চালানো ঠেকাতে নিয়োজিতরা কঠোর পদক্ষেপ নিচ্ছে না। এ কারণে ঘটে অনাকাক্সিক্ষত ঘটনা। আর বাড়তি ভাড়া, অতিরিক্ত যাত্রী পরিবহন, ফিটনেসবিহীন গাড়ি রোধে কঠোর হচ্ছে না কর্তৃপক্ষ। ফলে ঈদ পরিণত হয় বিষাদে।
দেশজুড়ে ঈদুল আজহা উদযাপন করা হবে ১৭ জুন। ঈদের এ দিনটিকে ধরে ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ঈদযাত্রা শুরু হয়েছে ১৩ জুন থেকে। কারণ এদিন বৃহস্পতিবার ছিল সপ্তাহের শেষ কর্মদিবস। যারা কর্মজীবী, তারা বৃহস্পতিবার অফিস করে গ্রামের বাড়িতে যাত্রা শুরু করেছেন। অবশ্য গত সপ্তাহজুড়েই ঢাকা ছেড়েছেন হাজার হাজার মানুষ। কারণ যাদের খুব একটা বাধ্যবাধকতা ছিল না, তারা সপ্তাহজুড়ে গ্রামের ....বিস্তারিত

ডিইউজে সভাপতি শহিদুল ইসলামের মায়ের ইন্তেকাল

বিভিন্ন সংগঠনের শোক
স্টাফ রিপোর্টার : ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলামের মা শামসুন্নাহার বেগম গত ১০ জুন সোমবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি সাত ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত ১১ জুন মঙ্গলবার বেলা ১১টায় ধানমন্ডি ঈদগাহের মসজিদে মরহুমার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। জানাযায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল যথাক্রমে মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মোয়াযযম হোসেন হেলাল, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মু. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন ও ড. আব্দুল মান্নান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন ....বিস্তারিত

ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের দাবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের

পবিত্র ঈদুল আজহার ছুটির পূর্বে প্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
গত ৯ জুন রোববার এক যৌথ বিবৃতিতে ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি আ. ন. ম শামসুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান বলেন, ঈদকে কেন্দ্র করে শ্রমজীবী মানুষ আনন্দে উদ্বেলিত হয়। ঈদে পরিবার-পরিজনের নতুন পোশাক ক্রয় ও একটু ভালো খাবারের আয়োজনের জন্য আশায় বুক বাঁধে। সাম্প্রতিক বছরগুলো আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি প্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের উৎসব ভাতা ও বেতন নিয়ে টালবাহানা করা হচ্ছে। বিশেষ করে গত ঈদে তৈরি পোশাকশিল্পের প্রায় ৫০০ কারখানার শ্রমিকদের উৎসব ভাতা ও বেতন ছাড়া ছুটি দেওয়া হয়েছে। আশা ভঙ্গের হতাশায় শ্রমিকরা সেই সময় বিক্ষুব্ধ হয়ে উঠেছিল। বিভিন্ন স্থানে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এবার যেন একই পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য মালিকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা প্রত্যাশা করছি, শ্রমিকদের উৎসব ভাতা ও বেতন ঈদের ছুটির পূর্বে পরিশোধের জন্য মালিকরা যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন।
নেতৃদ্বয় বলেন, প্রতি ঈদের আগে বেতন-ভাতার জন্য শ্রমিকদের রাজপথে নেমে আসার সংস্কৃতি কোনোভাবে ভালো বার্তা দেয় না। শ্রমিকরা রাজপথে নেমে এলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। যার ফলাফল সুখকর নয়। অতীতে দেখা গেছে শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলন রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে গিয়ে সংঘাত আরও বাড়িয়ে দেয়। এসব সংঘাতে সবচেয়ে ক্ষতি হয় ....বিস্তারিত

ধর্মীয় শিক্ষাব্যবস্থা প্রণয়নে শিক্ষক ফেডারেশনকে জোরালো ভূমিকা রাখতে হবে - অধ্যাপক এবিএম ফজলুল করীম

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেছেন, শিক্ষকতা একটি মহান পেশা। একটি জাতিকে পরিবর্তনের মধ্য দিয়ে দেশের পরিবর্তন ঘটাতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা চাইলে একটি ধ্বংসপ্রায় জাতিকে আদর্শ ও নৈতিকতার মানে উন্নত করে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ব্যাপক পরিবর্তন সাধন করতে পারেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য শিক্ষকরা নিজেরাই এখন জাতিকে ধ্বংসের কাজ করে যাচ্ছেন।
গত ৭ জুন শুক্রবার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন (বাআশিক) ঢাকা দক্ষিণ জেলার উদ্যোগে শিক্ষকদের নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন। বাআশিফের ঢাকা দক্ষিণ জেলার সভাপতি মো. কবিরুজ্জামানের সভাপতিত্বে জেনারেল সেক্রেটারি প্রফেসর জামাল হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম। উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ জেলার বাআশিফের ৭/৯টি শিক্ষক পরিষদের সভাপতি, সেক্রেটারি ও বাআশিফের জেলা কমিটির সদস্যবৃন্দ।
অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেন, আদর্শ ও নৈতিকতাবিবর্জিত শিক্ষক দ্বারা শিক্ষা দেওয়া হচ্ছে নতুন প্রজন্মকে। যার ফলে নতুন এ প্রজন্ম হচ্ছে উচ্ছৃঙ্খল, বেপরোয়া, আদর্শ ও নৈতিকতাহীন। আর অবশ্যম্ভাবী ধ্বংস হওয়া শিক্ষক এবং নতুন প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্যই প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের। যার মাধ্যমে একদল আদর্শ ও নৈতিকতাসম্পন্ন শিক্ষক তৈরি ....বিস্তারিত

বায়োফার্মা পেল ন্যাশনাল প্রোডাক্টিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড

দেশের মাঝারি শিল্প প্রতিষ্ঠান ক্যাটাগরিতে সেরা ওষুধ শিল্প প্রতিষ্ঠান হিসেবে বায়োফার্মা লিমিটেড কোম্পানি উৎপাদনশীলতায় এবং পণ্যের গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের জুরি বোর্ডের বিবেচনায় প্রথম স্থান অর্জন করেছে। শিল্প মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত ন্যাশনাল প্রোডাক্টিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২ এবং ইনস্টিউটিউশনাল এপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড-২০২২ প্রদান অনুষ্ঠানে বায়োফার্মার ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্যাহ গত ৮ জুন শনিবার শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের হাত থেকে ট্রফি ও সার্টিফিকেট গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, রাষ্ট্রদূত মাশ্ফী বিনতে শাম্স এবং এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের মহাপরিচালক মো. মেজবাহুল আলম।
অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, জাতীয় প্রবৃদ্ধিতে শিল্প খাতের অবদান ক্রমবর্ধমান রাখতে শিল্প মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। দেশের শিল্প ও সেবা ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎপাদিত পণ্যের উৎকর্ষ সাধনের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছরের মতো এবারো ন্যাশনাল প্রোডাক্টিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২ এবং ইনস্টিউটিউশনাল এপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড-২০২২ প্রদান করা হয়। নির্বাচিত উদ্যোক্তা ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ....বিস্তারিত

ছাত্র জমিয়ত বাংলাদেশের নতুন কমিটিকে ছাত্রশিবিরের অভিনন্দন

ছাত্র জমিয়ত বাংলাদেশের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
গত ১০ জুন সোমবার এক যৌথ অভিনন্দনবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ছাত্র জমিয়ত বাংলাদেশের নবগঠিত কমিটির কেন্দ্রীয় সভাপতি খালেদ মাহমুদ ও সাধারণ সম্পাদক ফেরদৌস রুম্মানকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, ‘ছাত্রসংগঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্তম্ভ। ব্যক্তি গঠন, ইসলামী শিক্ষা ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯২ সালের ২৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। দেশের বিভিন্ন সংকট মোকাবিলায় ছাত্র আন্দোলনে ছাত্র জমিয়তের গুরুত্বপূর্ণ অবস্থান ও ভূমিকা রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে জাতিকে আলেম-ওলামা, শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ে যোগ্যতাসম্পন্ন কাক্সিক্ষত নেতৃত্ব উপহার দিয়েছে; যারা দেশ ও জাতি গঠনে অসামান্য ভূমিকা পালন করে যাচ্ছেন।
আমরা প্রত্যাশা করি, নতুন নেতৃত্ব ছাত্র জমিয়ত বাংলাদেশের চলমান গঠনমূলক কার্যক্রমসমূহকে আরো গতিশীল ও সমুন্নত করতে ভূমিকা রাখবেন, ইনশাআল্লাহ।’
নেতৃবৃন্দ আরও বলেন, ‘ইসলাম, তাহজিব-তামাদ্দুন ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব যখন হুমকির সম্মুখীন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা যখন বিপন্নপ্রায়, দেশের তরুণসমাজ যখন নৈতিক দিক থেকে বিপদগ্রস্ত, তখন তারা ইসলাম, দেশ ও ছাত্রসমাজের জন্য গঠনমূলক কার্যক্রমের মধ্য দিয়ে সংগঠনের সামগ্রিক কার্যক্রম এগিয়ে নেবেন। এ সাহসী নেতৃত্ব কুরআন ও সুন্নাহর আলোকে বাংলাদেশের ....বিস্তারিত

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।