মহাদেবপুরে পল্টন ট্র্যাজেডি দিবসের আলোচনা সভা

আমাদের প্রতিশোধ নেয়া হবে আল্লাহর জমিনে ইসলামকে কায়েম করার মাধ্যমে : মাহফুজুর রহমান


৩০ অক্টোবর ২০২৫ ১৭:৫৬

যুগে যুগে ইসলামকে যারাই নিশ্চিহ্ন করতে চেয়েছে, তারাই পৃথিবীর ইতিহাসে আস্থা কুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি এবং নওগাঁ-৩ আসনে (মহাদেবপুর-বদলগাছী) জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মাহফুজুর রহমান।
গত সোমবার (২৭ অক্টোবর) পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে মহাদেবপুর উপজেলা জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহফুজুর রহমান আরো বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর অত্যাচারের বিপরীতে আমাদের প্রতিবাদ হবে এবং আমাদের প্রতিশোধ নেওয়া হবে আল্লাহর জমিনে ইসলামকে কায়েম করার মাধ্যমে।
এতে বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শহিদুল ইসলাম ফারুক। আয়োজনের সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা জামায়াতের আমীর আব্দুল আজীজ সুমন। প্রেস বিজ্ঞপ্তি।