তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময়
৩০ অক্টোবর ২০২৫ ১৭:৫৩
নূর ইসলাম, তালা (সাতক্ষীরা) : সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীদের খোঁজখবর নিয়েছেন সাতক্ষীরা-১ আসনের নমিনী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। গত সোমবার (২৭ অক্টোবর) দুপুরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের আর এম ও ডা. খালিদ হাসান নয়নের সাথে মতবিনিময় করেন এবং হাসপাতালের সার্বিক খোঁজখবর নেন। চিকিৎসাসেবায় আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, তালা বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ, সাংবাদিক শাহীন মহিবুল্লাহ, তরিকুল ইসলাম প্রমুখ। এর আগে গত রোববার (২৬ অক্টোবর) সাতক্ষীরা তালায় শহীদ শেখ রহমত আলীর ৩৩তম শাহাদাতবার্ষিকী ও দোয়া অনুষ্ঠান যোগ দেন তিনি। শহীদ শেখ রহমত আলী বি এল কলেজের ছাত্র সংসদের নির্বাচিত সাহিত্য সম্পাদক ও মেধাবী ছাত্র ছিলেন।