জুলুম-নির্যাতন সহ্য করেই জামায়াত আজ এ অবস্থানে এসেছে : এমপি প্রার্থী রুহুল আমিন
৩০ অক্টোবর ২০২৫ ১৭:৫৩
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আমীর, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন বলেছেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আমরা মানবতার কল্যাণে আত্মনিয়োগ করবো। গত শনিবার (২৫ অক্টোবর) বিকেলে জীবননগর পাইলট হাইস্কুল মাঠে এক চালক সমাবেশে তিনি এসব কথা বলেন। রুহুল আমিন বলেন,জামায়াতের শীর্ষনেতাদের ফাঁসি, দিয়েও থামানো যায়নি এ দলের জানবাজ কর্মীদের। জুলুম,-নির্যাতন সহ্য করেই জামায়াত আজ এ অবস্থানে এসেছে। জীবননগর উপজেলা জামায়াতের সভাপতি আমীর মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা পেশাজীবী পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক খলিলুর রহমান, জেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দীন, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা’ ইসরাইল হোসেন, জেলা মাজলিসুল মুফাসসিরিন পরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি এমদাদুল্লাহ মহসিন জামেন, উপজেলা নায়েবে আমীর হাফেজ বিল্লাল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।