রফিক মুহাম্মদ-এর কবিতা
ইচ্ছে করে
৪ জুন ২০২৫ ১২:০২
ওই আকাশের চাঁদের মতো
বিলিয়ে দিয়ে আলো
ইচ্ছে করে এদেশ থেকে
দূর করি সব কালো।
ফুলের মতো চারদিকে
ছড়িয়ে সুঘ্রাণ
সুবাস দিয়ে দিই ভরিয়ে
সব মানুষের প্রাণ।
পাখির মতো মিষ্টি সুরে
গাইব আমি গান
গানের সুরে দুঃখ সবার
হবেই অবসান।