মুহাম্মদ রেজাউল করিম-এর কবিতা
যাও
৪ জুন ২০২৫ ১১:৫৯
কে তুমি পেছনে ঠেলো
আমি তো যাবো না পেছনে
বাতাসে বাতাসে ফেরার ঘ্রাণ
ওই ঘ্রাণ শুষে নাও,
আর সামনে যাও।
ফিরতে হবে সবাইকে
তবে আর ভয়ভীতি কেন
সামনে বাধার পাহাড়
ওই পাহাড় গুঁড়িয়ে দাও
আর সামনে যাও
ভয়ভীতি দূরে ঠেলো
আর পথ চলো
হে মানুষ
হতাশ হয়ো না আর
সামনে ডাকছে নতুন পৃথিবী
ওই ডাকে সাড়া দাও,
আর যাও
পাবে সুখ
পাবে শান্তি॥