কুরআন-সুন্নাহর পথে জীবন পরিচালিত করতে হবে : আ.ন.ম শামসুল ইসলাম
১৩ মার্চ ২০২৫ ১৫:৪৮
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি আ.ন.ম শামসুল ইসলাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে কুরআন নাজিল করেছেন। রমাদান মাস তাকওয়া অর্জনের মাস। আখিরাতে মুক্তির জন্য আমাদের জীবনকে কুরআন সুন্নাহর পথে পরিচালিত করতে হবে।
তিনি সম্প্রতি রাজধানীর পুষ্পদাম রেস্টুরেন্ট এন্ড কনভেশন হলে ফেডারেশনের উদ্যোগে শ্রমিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, গোলাম রব্বানী, কবির আহমাদ, মজিবুর রহমান ভূঁইয়া, মনসুর রহমান বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এম ফয়েজ হোসেন, সবুজ বাংলা গার্মেন্টস ফেডারেশনের সভাপতি ইসমাইল হোসেন ঠান্ডু, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি মাহতাব উদ্দিন সহিদ, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহরানে সুলতান বাহার, ন্যাশনাল ওয়াকার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বিদ্যুৎ উন্নয়ন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের সভাপতি আক্তারুজ্জামান, বাংলাদেশ টিএন্ডটি আদর্শ ফেডারেশনের সভাপতি নজরুল ইসলাম, লেবার কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আলমগীর হোসাইন, সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যার্টনি জেনারেল ইউসুফ আলী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি একেএম মহসীন, বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম ফারুক, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক বজলুর রহমান বাবুল, বাংলাদেশ দর্জি শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসাইন, রিকশা শ্রমিক সাধারণ সম্পাদক মো. মহিব্বুল্লাহ, শ্রমিক মজলিসের নেতা মো. নুর হোসেন প্রমুখ।
আ.ন.ম শামসুল ইসলাম বলেন, মানুষ হিসেবে আমাদের জীবনের উদ্দেশ্য হলো আল্লাহর দাসত্ব বা গোলামি করা। কিন্তু আমরা আল্লাহর ভয়ে ভীত না হওয়ার কারণে আল্লাহর দাসত্ব থেকে নিজেদের বিরত রেখেছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাহদের মনে তার ভয় সৃষ্টি করার জন্য রমাদান মাস নির্ধারণ করেছেন এবং এ মাসে মহাগ্রন্থ আল কুরআন নাজিল করেছেন। যে কুরআন অনুসরণ করবে তার মনে আল্লাহর ভয় সৃষ্টি হবে। কুরআনকে অনুসরণ ও অনুকরণের জন্য রমাদান মাস শ্রেষ্ঠ মাস। রমাদানের রোজা শুধু আমাদের উপর নয় বরং পূর্বের সকল ধর্মের মানুষের ওপর ফরজ ছিল। যারা রমাদান মাসে সকল প্রকার পানাহার ও গুনাহ থেকে বিরত থাকবে তাদের মনে আল্লাহর ভয় সৃষ্টি হবে। রমাদান মাস তাই শুধু আনুষ্ঠানিক মাস নয়, বরং এ মাস মুমিনের অনুশীলনের মাস।
তিনি বলেন, আল্লাহ বলেছেন, রোজা আমার জন্য। আমি রোজার পুরস্কার নিজ হাতে প্রদান করবো। যারা সত্যিকার অর্থে আল্লাহর ভয়ে নিজেদের জীবন গড়তে পারবে তারাই সফলকাম হবে। যারা আল্লাহকে ভালোবাসে, দুনিয়া আখিরাতে মুক্তি ও কল্যাণ চায় তাদেরকে অবশ্যই কুরআন সুন্নাহ মেনে চলতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দেওয়া বিধিবিধান মেনে চলতে হবে। শ্রমজীবী মানুষের মুক্তির জন্য অন্য কোনো পথে নয় ইসলামী শ্রমনীতির পথে আসতে হবে। ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের দ্বীপ্ত শপথ গ্রহণ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।