দেশের শিক্ষাব্যবস্থা ইসলামী আদর্শের ভিত্তিতে ঢেলে সাজাতে হবে : মোহাম্মদ সেলিম উদ্দিন


১৩ মার্চ ২০২৫ ১৫:৪৬

ইসলাম এমন একটি পরিপূর্ণ ও শাশ্বত জীবনবিধান, যেখানে মানবজীবনের সকল সমস্যার ইনসাফপূর্ণ ও বাস্তবভিত্তিক সমাধান দেওয়া হয়েছে; তাই ইসলামী আদর্শের ভিত্তিতেই দেশকে আধুনিক ও মডেল বাংলাদেশে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
গত ১০ মার্চ সোমবার সন্ধ্যায় সিলেটের স্থানীয় একটি মিলনায়তনে গোলাপগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আমীর আব্দুল আজিজ জামালের সভাপতিত্বে ও সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীর ও সহকারী সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়ার যৌথ পরিচালনায় মাহফিলে প্রধান বক্তার আলোচনা পেশ করেন সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, গোলাপগঞ্জ পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালিক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, সিলেট জেলা পেশাজীবী বিভাগের সহ-সভাপতি মাস্টার নুরুল হক, পৌর জামায়াতের নায়েবে আমীর রেহান উদ্দিন রায়হান, ১০নং উত্তর বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান উপাধ্যক্ষ জাহিদ হোসাইন, ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহিম ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আশরাফ আল মান্নান লিপু প্রমুখ। সেলিম উদ্দিন গতানুগতিক জুলুমতান্ত্রিক শাসনের পরিবর্তে দেশে একটি ইনসাফপূর্ণ শাসন প্রতিষ্ঠায় সকলকে এক দফায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের দেশের শিক্ষাব্যবস্থা দীন ও মূল্যবোধবিমুখ হওয়ায় সুনাগরিক তৈরি হচ্ছে না, বরং শিক্ষার্থীদের মধ্যে অবক্ষয়ের জয়জয়কার শুরু হয়েছে। সেলিম উদ্দিন বলেন, দীর্ঘ অশাসনে-দুঃশাসনে দেশে দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। কাউন্সিল থেকে শুরু করে মন্ত্রী, এমপিসহ রাষ্ট্রের প্রায় সকল শীর্ষ কর্তারাই দুর্নীতিতে আকুণ্ঠ নিমজ্জিত। তাই এদের দিয়ে কোনোভাবেই দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। কারণ এরা অশুভ শক্তির প্রতিভূ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকীমে এরশাদ করেন, যারা ঈমানদার তারা আল্লাহর পথে তথা সত্য, সুন্দর ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়াই করে। আর যারা কাফের তাগুত তথা অসত্য, অসুন্দর ও অন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে। তাই দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ হয়ে নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হবে। তিনি গোপালগঞ্জ উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলায় পরিণত করতে সকল শ্রেণির গোপালগঞ্জবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।