বিনা সংগ্রামে কখনো মুক্তি আসে না : মিয়া গোলাম পরওয়ার
১৩ মার্চ ২০২৫ ১৫:২৯
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেদের ব্যক্তিগত আমলকে আরো সুন্দর করতে হবে। কুরআনের সমাজ কায়েমে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রমজান তাকওয়া অর্জনের মাস। বেশি বেশি ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস, আত্মা শুদ্ধিকরণের মাস। বিশুদ্ধ আত্মার মানুষই সত্যের পক্ষে সংগ্রামের সাহস পায়। মানুষের মুক্তির জন্য প্রয়োজন সংগ্রাম। বিনা সংগ্রামে কখনো মুক্তি আসে না। যেমনিভাবে ছাত্র-জনতার সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্টকে বিদায় করা হয়েছে। কিন্তু আমাদের সংগ্রাম শেষ হয়নি। মানুষের মুক্তির জন্য প্রয়োজন সংগ্রাম। বিনা সংগ্রামে কখনো মুক্তি আসে না। যেমনভাবে ছাত্র-জনতার সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্টকে বিদায় করা হয়েছে, তেমনিভাবে এখন জাতীয় ঐক্যের মাধ্যমে একটি মানবিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া সুবিধাবঞ্চিত মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে না। সামাজিক বৈষম্য ও ধনী-গরিবের ব্যবধান কমিয়ে আনতে মাহে রমজান হচ্ছে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। কুরআন নাজিলের মাসে কুরআনের সমাজ প্রতিষ্ঠার শপথ নিতে হবে।
গত ৯ মার্চ রোববার রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে ফালাহ-ই-আম ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফালাহ-ই-আম ট্রাস্টের চেয়ারম্যান মুহা. আবদুর রবের সভাপতিত্বে ও আল-ফালাহ প্রেসের ম্যানেজার খন্দকার রুহুল আমিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, ফালাহ-ই-আম ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবদুল লতিফ, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির ও এডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার। দোয়া ও মোনাজাত পরিচালানা করেন ফালাহ-ই-আম ট্রাস্টের সেক্রেটারি ড. মো. হাবিবুর রহমান। ফালাহ-ই-আম ট্রাস্টের ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, সাপ্তাহিক সোনার বাংলার চেয়ারম্যান একেএম রফিকুন্নবী, বাংলাদেশ পাবলিকেশন লিমিটেড বিপিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. নূরুল আমিন, দৈনিক সংগ্রামের সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার শামসুল আরেফিন, ডা. সৈয়দ আনোয়ারুল আবেদিন, ডা. রুহুল আমিন, ফালাহ-ই-আম ট্রাস্টের সদস্য আবু হুরায়রা, আব্দুল কাইয়ুম আল ফয়সাল, আতিকুর রহমান, আবুল হাশেম মুন্সী প্রমুখ।
মাওলানা এটিএম মা’ছুম বলেন, সারা দেশে বৈষম্যমুক্ত যে সমাজ প্রতিষ্ঠা করার কথা বলছি, সেখানে কুরআন না থাকলে বৈষম্য দূর হবে না। ৫ আগস্টের পর রাষ্ট্রের যে পরিবর্তনের কথা বলা হচ্ছে এবং কুরআন ও সুন্নাহর আলোকে জামায়াত যে রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়েছে, যদি সেই অনুযায়ী রাষ্ট্র সংস্কার হয় তবে সমাজেও রাষ্ট্রে বৈষম্য দূর হবে। আমাদেরকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রাখতে হবে। এ রমজান মাসেই বদরের যুদ্ধ হয়েছিল।
মুহা. আবদুর রব বলেন, ফালাহ-ই আম ট্রাস্ট প্রতিষ্ঠায় যারা স্বপ্ন দেখেছিল, তাদের মাগফিরাত কামনা করছি। দীর্ঘদিন আমরা এমন একটি আয়োজন করতে পারি নাই। ফালাহ -ই আম ট্রাস্ট থেকে যেন জনকল্যাণমুখী কাজ করতে পারি এজন্য দোয়া চাই।