হাসতে মানা
৬ মার্চ ২০২৫ ১৩:০০
মিতু: শুনলাম, আঙ্কেল নাকি দুটি সুইমিংপুল বানিয়েছেন।
বাবলু: হ্যাঁ, একটা পানিতে ভর্তি, আরেকটা খালি।
মিতু: একটাতে পানি, আরেকটা খালি? মানে কী এর?
বাবলু: একটা হচ্ছে যারা সাঁতার জানে, তাদের জন্য আর পানি ছাড়াটা হচ্ছে যারা সাঁতার জানে না, তাদের জন্য।
* * *
রেস্তোরাঁয় খেতে গেছে বিলু আর টিপু।
বিলু বলল, ‘দোস্ত, কী অর্ডার করব? কাচ্চি?’
টিপু বলল, ‘দোস্ত, তার আগে বল, ডিম আগে, না মুরগি আগে?’
বিলু ওয়েটারকে বলল, ‘আপনিই এর উত্তরটা দেন।’
ওয়েটার বলল, ‘স্যার, আপনারা যেটার অর্ডার আগে দেবেন, ওইটাই আগে আসবে।’