গোপালপুরে রমযানের পবিত্রতা রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল


৬ মার্চ ২০২৫ ১২:৪৭

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের গোপালপুরে মাহে রমযানের পবিত্রতা রক্ষার দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে মিছিলটি উপজেলার আলিয়া মাদরাসা মসজিদের সামনে থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে গোপালপুর থানা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান, উপজেলা আমীর হাবিবুর রহমান তালুকদার, সেক্রেটারি ইদ্রিস হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা ‘মাহে রমযানের পবিত্রতা রক্ষা ও ব্যবসায়ীদের প্রতি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান’। এছাড়া দিনের বেলা হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার দাবি জানানো হয়।