সংগঠন সংবাদ


৬ মার্চ ২০২৫ ১২:৪৫

চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ সভা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, মাহে রমযান ইবাদতের মাস। এ মাসেই অল্লাহর ঐশী বিধান আল কুরআন নাযিল হয়েছে। এ মাস কুরআন অধ্যয়ন, কুরআনকে জানা, বোঝা ও মেনে চলার মাস। প্রত্যেক মুমিন ঈমানদার মুসলমানদের রমযানের রোজা পালনের মাধ্যমেই তাকওয়া অর্জন সম্ভব। তিনি আরও বলেন, সমাজে অশান্তি ও বিশৃঙ্খলার কারণ হলো আল কুরআনকে না বোঝা ও না মানা। তাই কুরআনের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই দুনিয়ার শান্তি এবং আখিরাতে মুক্তি লাভ করা সম্ভব। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য সরকারের গৃহীত পদক্ষেপ ডেভিল হান্টকে সফল করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারকে আরো কঠোর হতে হবে।
গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর দেওয়ান বাজারের কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ কর্মপরিষদ সদস্যদের সভায় তিনি সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নগর জামায়াতের নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও বিশিষ্ট পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মুহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজুলল হক, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ সিদ্দিকুর রহমান, মাওলানা মমতাজুর রহমান, আবু বকর ছিদ্দিক, আবু হেনা মোস্তফা কামাল, অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, হামেদ হাসান ইলাহী, প্রফেসর মাহবুবুর রহমান, আমির হোছাইন, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম প্রমুখ।

বাংলাদেশ মসজিদ মিশনের সম্মেলন
বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন বলেন, যুগে যুগে নবী-রাসূলগণ পরীক্ষার সম্মুখীন হয়েছেন। দ্বীনি আন্দোলন করতে গিয়ে ওলামায়ে কেরাম নবীগণের উত্তরসূরি। তাদেরকে নবী-রাসূলদের সেই গুরু দায়িত্ব পালন করতে হবে। আমাদের মসজিদ মাদরাসাগুলোকে সে আদলে গড়তে হবে। আমাদেরকে বেশি বেশি ইলমে দীন চর্চা করতে হবে। বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য মসজিদের ইমাম খতিবগণকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী নির্বাচনে কুরআনের পক্ষে জনসচেতনতা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সম্প্রতি চট্টগ্রাম মহানগরীর উদ্যোগ বাংলাদেশ মসজিদ মিশন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, মসজিদ হলো ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান। মসজিদের খতিব সাহেবের বক্তব্যে সব শ্রেণি-পেশার মানুষসহ সকল দলের রাজনৈতিক ব্যক্তিবর্গরা শুনে থাকেন। সমাজকে পরিবর্তন করতে হলে মসজিদে ভূমিকার বিকল্প নেই। এক্ষেত্রে খতিব সাহেবগণ অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান যেন আইনশৃঙ্খলা কমিটিসহ সকল কমিটি গঠন করার ক্ষেত্রে মসজিদের খতিব এবং ইমামগণকে অন্তর্ভুক্ত করে মসজিদ কেন্দ্রিক গণশিক্ষা কার্যক্রম যেন আরো গতিশীল হয়, সেজন্য তিনি উদাত্ত আহ্বান জানান।
বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি মাওলানা মোহাম্মদ মোহছেন আল হোসাইনীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ছলীমুল্লাহ হাবিবী ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন মাহবুবের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মসজিদ মিশনের সাবেক সভাপতি মাওলানা এ বি এম ছিদ্দিকুল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ ছ ম সলিমুল্লাহ, পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী ওলামা বিভাগের সভাপতি মাওলানা মুহাম্মদ মমতাজুর রহমান, বাংলাদেশ মসজিদ মিশনের সাবেক সভাপতি মাওলানা মামুনুর রশীদ নূরী, চট্টগ্রাম কলেজ মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সেলিম জাহাঙ্গীর প্রমুখ।

পঞ্চগড়ে আমীরে জামায়াত

পঞ্চগড় সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জননেতা ডা. শফিকুর রহমান গত ২৬ ফেব্রুয়ারি বুধবার পঞ্চগড় ঐতিহাসিক চিনিকল ময়দানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ফ্যাসিবাদী সরকার নয়, আমরা আল কুরআনের আলোকে মানবিক সরকার গঠন করতে চাই। আমাদের দেশ একটি ছোট দেশ। এদেশে বিপুল পরিমাণ মানুষ বসবাস করে। কীসের সংখ্যাগুরু আর কীসের সংখ্যালঘু সবাই এদেশের নাগরিক। সব নাগরিকের আমরা সমান মূল্য দিয়ে থাকি। যে দেশে ধর্ম, বর্ণ সব ভেদাভেদ ভুলে মানুষ ঐক্যবদ্ধ নেই, সে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। জনসমাবেশে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য পঞ্চগড় জেলা আমীর অধ্যাপক মাওলানা মো. ইকবাল হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের ঢাকা দক্ষিনের সেক্রেটারি মজলুম জননেতা মো দেলোয়ার হোসেন, বৃহত্তম রংপুর-দিনাজপুর জেলার পরিচালক অধ্যাপক মাওলানা মো. আব্দুল হাকিম, জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, নীলফামারী জেলা আসীর মাওলানা মো. আনোয়ারুল ইসলাম, পঞ্চগড় জেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা মো. মফিজ উদ্দীন, সাবেক ফুলবাড়ি উপজেলার নন্দিত চেয়ারম্যান মাওলানা মো. আবতাফ উদ্দীন মোল্লা, ঠাকুরগাঁও জেলার সাবেক শিবির সভাপতি মো. মাসুদ, পঞ্চগড় শহর আমীর মাওলানা মো. জযনাল আবেদীন, শহর সেক্রেটারি মো. নাসির উদ্দীর, পঞ্চগড় শিবিরের জেলা সভাপতি মো. জিল্লুর রহমান, পঞ্চগড় সদর থানা আমীর শফিকুল ইসলাম, হাঁড়িভাসা ইউপি চেয়ারম্যান মো. নুরে আলম সিদ্দিকি, টুনিরহাট ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান, সনাতন ধর্মের নেতা রতন চন্দ্র রায়সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জনসভা পরিচালনা করেন পঞ্চগড় জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. দেলোয়ার হোসেন ও জেলা সাংগঠনিক সম্পাদক আবুল বাশার বসনিয়া।

রাজবাড়ী জেলা জামায়াতের বিশাল কর্মী সম্মেলনে অধ্যাপক গোলাম পরওয়ার
মো. ইজাজুল হক, পাংশা (রাজবাড়ী): রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠ গত ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে জেলা জামায়াত কর্মীতে কানায় কানায় ভরে যায় এবং চারপাশে রাস্তায় উপচে পড়ে। রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট ইমরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, ২৪-এর ছাত্র-জনতার আন্দোলন দমন করতে গিয়ে হাসিনা ও তার দোসররা যে খুন, আহত, গুম করেছে তার বিচার, সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার করে যৌক্তিক সময়ে প্রথমে স্থানীয় সরকার নির্বাচন করে পরে সংসদ নির্বাচন দিতে হবে। তিনি রাজবাড়ীতে একটি মেডিকেল কলেজ, দৌলতদিয়া-পাটুরিয়া পদ্মা সেতু ও রাজবাড়ীতে রেলওয়ের লোকোসেড পুনরায় চালুর দাবি জানান।

কটিয়াদীতে জামায়াতের দাওয়াতি সমাবেশ
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন শাখার উদ্যোগে গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে আচমিতা বাসস্ট্যান্ড চত্বরে উৎসবমুখর পরিবেশে এক বিশাল দাওয়াতি জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিপুল পরিমাণ জনসমাগমের উপস্থিতি লক্ষ করা যায়। দেড় যুগ পর প্রকাশ্যে জনসমাবেশ করতে পারায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
অত্র ইউনিয়ন জামায়াতের সভাপতি রহমত আলী আকন্দের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামাতের আমীর অধ্যাপক রমযান আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম, কটিয়াদী উপজেলা আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, মো. সাইদুল হক বিএসসি সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, কটিয়াদী উপজেলা শাখা, কটিয়াদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, বায়তুল মাল সেক্রেটারি আব্দুল আউয়াল কটিয়াদী উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. সারোয়ার হোসাইন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শান্ত বাংলাদেশকে অশান্ত করার ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্র জাতীয় ঐক্যের মাধ্যমে রুখে দিতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দীন কায়েমের জন্য কাজ করে যাচ্ছে, আমরা চাই সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভ করা এবং অসহায় নির্যাতিত মানুষের পাশে থেকে সহযোগিতা করতে। আপনারা বাংলাদেশ জামায়েত ইসলামীর পতাকাতলে যোগ দিন।

মির্জাপুরে জামায়াতে ইসলামীর যুব প্রতিনিধি সম্মেলন
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাপুর উপজেলা যুব বিভাগ কর্তৃক বিশাল যুব প্রতিনিধি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় একটি হল রুমে উপজেলা যুব বিভাগের সভাপতি মেহেদী হাসান রনির সভাপতিত্বে ও সেক্রেটারি মো. ইসমাইল খানের সঞ্চালনায় এ যুব সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যুব বিভাগের জেলা সভাপতি মাওলানা বোরহানুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল ৭ আসনের জামায়াত সমর্থিত এমপি প্রার্থী প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ তালুকদার, মির্জাপুর উপজেলা জামায়াতের আমীর ইয়াহিয়া খান মারুফ, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল কাশেম মৃধা। এ যুব সম্মেলন শেষে মির্জাপুর উপজেলা যুব বিভাগের ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। তারা হলেন সভাপতি মেহেদী হাসান, সেক্রেটারি ইসমাইল খান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম মাহমুদ, অফিস সম্পাদক রাসেল শিকদার, অর্থ সম্পাদক মনির খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ মাহমুদ, তরবিয়ত সেক্রেটারি খন্দকার রিফাত, ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসাইন, মিডিয়া সম্পাদক সুজন মাহমুদ, কার্যকরী সদস্যদের মধ্যে জুয়েল মিয়া, বাইজিদুল ইসলাম বাদল, আতিকুর রহমান রিপন, আসাদুজ্জামান নূর, রবিউল ইসলাম, ইব্রাহিম মিয়া, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম। এ যুব সম্মেলনে মির্জাপুর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের এবং ওয়ার্ডের যুব দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

শ্রমিক কল্যাণের সমাবেশ ও মিছিল
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, শ্রমিক-মেহনতি মানুষের প্রতি সহমর্মী হোন। রমযানে তাদের কাজের বোঝা হালকা করে দিন। তাদেরও ইবাদত-বন্দেগি করার সুযোগ করে দিন। সর্বোপরি রমযান হচ্ছে কুরআন নাজিলের মাস। অতএব এই মাসে বেশি বেশি কুরআন পড়ুন, কুরআন বুঝুন, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হোন। গত ১ মার্চ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরী আয়োজিত মাহে রমযানের পবিত্রতা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী উপর্যুক্ত কথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ-পূর্ব মিছিলটি আন্দরকিল্লা শাহী জামে মসজিদ উত্তর গেট থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেস ক্লাবে এসে শেষ হয়। মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রাখেন মহানগরীর উপদেষ্টা মুহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, মহানগরীর অন্যতম উপদেষ্টা আবু হেনা মোস্তফা কামাল।

রংপুরে উপজেলা-থানা আমীর সম্মেলনে রফিকুল ইসলাম খান
মোহাম্মদ নুরুজ্জামান, রংপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৬ বছরে তৈরি করা ২ কোটি ভুয়া ভোটার বাতিল করে স্বচ্ছ ও পূর্ণাঙ্গ ভোটার তালিকার মাধ্যমে অবিলম্বে স্থানীয় সরকারগুলোর নির্বাচন দিতে হবে। এরপরই সংস্কারের মাধ্যমে জাতীয় নির্বাচন চাই। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, কোনো দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন অবাধ এবং স্বচ্ছভাবে হয়নি। তিনি সেই সাথে নন্দিত মজলুম জননেতা রংপুরের কৃতিসন্তান এটিএম আজাহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবি জানান।
তিনি গত ২৭ ফেব্রুয়ারি রংপুর নগরীর স্থানীয় মডেল কলেজ মিলনায়তনে জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত উপজেলা-থানা আমীর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। সম্মেলনে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং দিনাজপুর জেলার জেলা আমীর ও সেক্রেটারিবৃন্দসহ উপজেলা-থানা আমীরগণ উপস্থত ছিলেন।