সরিষা চাষিদের আনন্দের হাসি


৬ মার্চ ২০২৫ ১২:৪৩

আশরাফুল ইসলাম সুমন, কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সমগ্র এলাকায় সরিষার বাম্পার ফলন হয়েছে। প্রতিটি তরকারিতে হলুদ না দিলে যেন স্বাদে অপূর্ণতা থেকে যায়। তাই হলুদের চাহিদা রয়েছে প্রতিটি পরিবারের প্রতিটি তরকারিতে। আর এ হলুদের চাহিদা মেটাতে কটিয়াদী উপজেলায় দিন দিন বাড়ছে আবাদ। খরচ ও পরিশ্রম কম হওয়ায় হলুদ আবাদকেই বেঁচে নিচ্ছে চাষিরা। এ উপজেলায় ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের বিস্তৃর্ণ ফসলের মাঠে বাতাসে দোল খাচ্ছে সরিষা ফুলের হলুদের ঢেউ। দূর থেকে দেখে মনে হয় কৃষকের জমিতে হলুদের চাদর বিছানো। সরিষার হলুদ ফুলের হাসিতে ভরেছে কৃষকের মন। এ বছর আবহাওয়ার অনুকূল পরিবেশ থাকায় ফসলের মাঠ হলুদ আর হলুদ। সরিষার ভালো ফলনে কৃষকের চোখেমুখে আনন্দের হাসি।