আদর্শবাদী রাজনীতি না এলে এ জাতির মুক্তি নাই : হামিদুর রহমান আযাদ


২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৯

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, আদর্শবাদী রাজনীতি না এলে এ জাতির মুক্তি নাই এবং কুরআন-সুন্নাহর শাসন ব্যবস্থা না এলে এ জাতির ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি আদর্শ রয়েছে, সেটা হলোÑ কুরআন-সুন্নাহ অনুযায়ী মহান আল্লাহ তায়ালার খেলাফতের জিম্মাদার হিসেবে আল্লাহর আইন প্রতিষ্ঠা করাÑ যেটা আমরা ইবাদত মনে করি, এটা আল্লাহর হুকুম।
গত শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ফরিদপুরের মধুখালী উপজেলার কপালপোড় মোল্লাবাড়ী জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একটি আধুনিক জনকল্যাণমূলক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল জনশক্তি ঐক্যবদ্ধ হয়ে কাজ করে চলছে। একমাত্র জামায়াতই পারবে দুর্নীতিমুক্ত আধুনিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কুরআনের আলোয় আলোকিত এক নতুন বাংলাদেশ। অনুষ্ঠানে যোগ দেওয়ার পূর্বে তিনি সাবেক উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মরহুম মাওলানা হাবিবুর রহমানের গ্রামের বাড়ি লক্ষ্মীনারায়ণপুরে কবর জিয়ারত করেন ও মরহুমের পরিবারের খোঁজখবর নেন এবং সংক্ষিপ্ত আলোচনা শেষে জামায়াতে ইসলামীর রোকন শহীদ সানোয়ারের নিজ বাড়ি উপজেলার ঘোষকান্দীতে মরহুমের কবর জিয়ারত শেষে জামায়াতে ইসলামীর মনোনীত ফরিদপুর ১ আসনের এমপি প্রার্থীর গ্রামের বাড়ি উপজেলার কালপাহাপোড়ায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় প্রধান অতিথির সফর সঙ্গী ও মধুখালী উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা আলীমুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মো. দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য শামসুল ইসলাম আল-বরাটি, ফরিদপুর জেলা আমীর মাওলানা মোহাম্মদ বদরুদ্দীন আহম্মেদ। প্রধান বক্তা ছিলেন ফরিদপুর ১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস হোসেন মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজবাড়ী জেলা আমীর ও রাজবাড়ী ১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম, বোয়ালমারী জামায়াতে ইসলামীর পৌর আমীর মাওলানা নিয়ামুল হাসান, মধুখালী জামায়াতে ইসলামীর পৌর আমীর মাওলানা রেজাউল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।