নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশে এটিএম মা’ছুম

প্রয়োজনে আবারো রাজপথে জনগণ আন্দোলনে ঝাপিয়ে পড়বে


২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১১

নোয়াখালী থেকে বোরহান উদ্দিন, মো. আবু তাহের ও নাফিস ইকবাল: এটিম আজহারুল ইসলামের মুক্তি দাবিতে নোয়াখালীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলপূর্ব সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম বলেছেন, জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে না দিলে প্রয়োজনে আবারো জনগণ রাজপথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে।
গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নোয়াখালীতে জামায়াতে ইসলামী আয়োজিত স্মরণকালের বৃহত্তম বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলে তিনি এসব কথা বলেন।
নোয়াখালী জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহাম্মদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা- নোয়াখালী অঞ্চল টিমের সদস্য ও সাবেক নোয়াখালী জেলা আমীর মাওলানা আলা উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর মাওলানা নিজাম উদ্দিন ফারুক, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসেন, মো. ইসমাইল হোসেন মানিক, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী জেলা সভাপতি এডভোকেট জহিরুল আলম এবং নোয়াখালী শহর আমীর মাওলানা মো. ইউসুফ, ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান প্রমুখ। নেতৃবৃন্দ অনতিবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেয়ার জোর দাবি করেন। অন্যথায় দেশের সকল জনগণকে সাথে নিয়ে এ দাবি আদায়ের লক্ষ্যে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে আজহারুল ইসলামের মুক্তি ও দলের নিবন্ধন ফিরিয়ে আনতে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
মাওলানা মা’ছুম বলেন, বিশ্বের জনগণ এটা জানে, আজ থেকে ১৩ বছর আগে স্বৈরাচারী হাসিনার অন্যায়, জুলুম, নির্যাতনের প্রতিবাদ করার কারণে এটিএম আজহারুল ইসলামকে কারাগারে যেতে হয়েছে। একটি জালেম স্বৈরাচারী সরকারের কাছে এর চেয়ে বেশি কিছু আমরা আশা করিনি। ৫ আগস্টের পরে এখন কি জালেমের কারাগার অব্যাহত থাকবে? স্বৈরাচারের কারাগার কি অব্যাহত থাকবে? মজলুম কি মুক্তি পাবে না? ছয় মাস চলে গেছে এখনো এটিএম আজহারুল ইসলামকে এ সরকার মুক্তি দেয়নি। কেন দেয়নিÑ এটা আমাদের প্রশ্ন। কোন কারণে তার মুক্তি ঠেকিয়ে রাখা হয়েছে? বাংলাদেশের সর্বস্তরের মানুষ তা জানতে চায়।