এটিএম আজহারকে মুক্তি দেয়া না হলে দেশ অচল করে দেয়া হবে : মাওলানা আবদুল হালিম
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১০
রংপুর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের নিপীড়নে মিথ্যা মামলায় দীর্ঘ সাড়ে ১৩ বছর জেল-জুলুমের শিকার রংপুরের নন্দিত কৃতিসন্তান মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দেয়া না হলে সারা দেশ অচল করে দেয়া হবে। তিনি গত ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রংপুর মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় পাবলিক লাইব্রেরি মাঠে মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবিতে আয়োজিত স্মরণকালের বিক্ষোভ মিছিল-পূর্ব বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জামায়াতের সমাবেশ এবং মিছিলকে ঘিরে লাখো মানুষের উর্মিমালায় রংপুর নগরী কয়েকঘণ্টার জন্য স্থবির হয়ে পড়েছিল। সর্বস্তরের মানুষ তার মুক্তি দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন এ সময়।
রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেন, বিগত জালিম সরকার গায়েবি মামলায় আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলামকে দীর্ঘ সাড়ে ১৩ বছর ধরে কারাগারে আটক রেখেছে। তিনি বলেন, মজলুম আজহার ভাই বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাকে দেখতে গিয়েছিলাম। এ সময় তিনি হাস্যোজ্জ্বল মুখে রংপুরবাসীকে সালাম জানিয়ে তার জন্য সবাইকে দোয়া করতে বলেছেন।
মাওলানা হালিম বলেন, ফাঁসির আসামিসহ বিগত কয়েক মাসে অনেকেই জেল থেকে ছাড়া পেয়েছেন। কিন্তু রহস্যজনক ষড়যন্ত্রে আমাদের নেতা কারাগারে ধুঁকছেন। তিনি অবিলম্বে নির্বাহী আদেশে মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেয়ার জন্য অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতি দাবি জানান।