আদ্-দ্বীন ফাউন্ডেশনের বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্স সেবা
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৪
যশোর সংবাদদাতা: আগামী মার্চ মাস থেকে খুলনা বিভাগের প্রত্যন্ত অঞ্চলের অসুস্থ দুস্থ মানুষের জন্য বিনামূল্যে জরুরি এয়ার অ্যাম্বুলেন্স সেবা প্রদানের ঘোষণা দিয়েছে আদ্-দ্বীন ফাউন্ডেশন। এই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীদের দ্রুত যশোর পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং খুলনার আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য রোগী পাঠানো হবে। গত ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আন্দইলপোতায় আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান থেকে এ ঘোষণা দেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম। ডা. আনছার আলী ও আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু, দন্ত, নাক-কান-গলা, মেডিসিন ও গাইনি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এডিপি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সিভিল সার্জন ও এলাকার সর্বজনশ্রদ্ধেয় ডা. আনছার আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর সিভিল সার্জন মাসুদ রানা। আলোচক ছিলেন লিয়াকত আলী, নওয়াব আলী, ডা. মো. ইমদাদুল হক, হাসান আলী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন গ্রামের হাজারো নারী-পুরুষ উপস্থিত হয়ে স্বাস্থ্য ক্যাম্প থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এদের মধ্যে ১৬৬ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। ১৯ জনকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। ডেন্টাল চিকিৎসা প্রদান করা ৬৩ জনকে। এছাড়া উল্লেখযোগ্যসংখ্যক রোগীকে গাইনি ও মেডিসিন সেবা প্রদান করা হয়। সব মিলিয়ে সহস্রাধিক অসহায় রোগীকে সেবা প্রদান করা হয়। সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে অর্থসহ তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মনিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যক্ষ ইয়ামিনুর রহমান, ইসহাক আলী এবং ইমরান হোসেন।