তৌহিদুর রহমান-এর কবিতা

আমার দেশ


২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৮

দেশটা আমার স্নিগ্ধ আভায়
স্মৃতির মিনার
দূর সুদূরে সবুজ শ্যামল
নদীর কিনার।
আমার মাটি আমার গ্রাম
পল্লী মায়ের মুখ
আমার হাটে আমার মাঠে
বিজয়কেতন সুখ।
নয়নতারা ফুলের মায়া
বকুল ফুলের ঘ্রাণ
দেশটা আমার সোনায় মোড়া
জুড়ায় সবার প্রাণ।