শাহীন আরা আনওয়রী-এর কবিতা

হিজাব তুমি নারীর সম্মান


২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৬

হিজাব নারীর সম্মান
যুগ যুগ ধরে অম্লান।
হিজাব সুন্দর অম্লান।
হিজাব নারীর মর্যাদা
কুটিলেরা নিতে পারে না ফায়দা।
হিজাব পরে নারী
ডাক্তার, ইঞ্জিনিয়ার
এডভোকেট, টিচার
আরো কত পেশার
অভিজ্ঞ কাণ্ডারি।
হিজাব অভিজাতের প্রতীক
নারী তুমি হিজাব নাও,
হও সাহসী
দেশপ্রেমিক।
হও জ্ঞানী, বুদ্ধিমতী,
কর্মচঞ্চল,
আল্লাহর পথে অবিচল।
হিজাব তোমাকে
আলোকিত করে,
সুন্দর একটি জীবন গড়ে,
হিজাব নারীর জন্য
আল্লাহর নিয়ামত,
থাকতে পারে না ভিন্নমত।
যারা করে হিজাবের বিরোধিতা।
তাদের নেই
নারীর প্রতি সম্মান।
থাকে লোভাতুর নখ চোখ,
ছড়ায় মিথ্যাচার
পাপচারিতা।
হিজাব নারীর জন্য
আসমানী বার্তা।
নারী কিন্তু ভোগের নয়।
আল্লাহ প্রদত্ত
হিজাবের ব্যবহার
প্রসারিত হোক।
আলোময় হোক
পরিবার-পরিবেশ,
হিজাবের মহত্তের
নেই যে শেষ।