হেলাল আনওয়ার-এর কবিতা
অনাদির আলিঙ্গনে
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৬
হে সুদূর, স্বপ্ন-সদন
খোলা জমিনের অপরূপ শস্য
পুষ্পিত পুলক শিহরণ।
সুখ মঙ্গার দিনে
অগ্নি উত্তাপ এই জীবনে
অনাবৃষ্টির মৌসুম ডিঙিয়ে
মুঠো ভরা রোদের হাসিতে
এনে দিলে জো-বৃষ্টির ঘনিষ্ঠ
সুখ পেলবতা।
অতীত এখনো নিশ্বাস ছাড়ে
বুকের পাঁজর দো-ফালা বাঁশের মতো
মড়াৎ মড়াৎ করে শব্দ হয়।
নিশ্বাসে নিশ্বাসে
অসহিষ্ণু ব্যর্থতা বিষধর নাগ হয়ে
বার বার ঠোকর মারে কলিজায়,
ক্রমশ নীল হয়ে আসে
আমার সবুজ সম্মুখ কাল।
হে সুদূর, বৈরীপূর্ণ এই প্রগলভতা
পেছন ফেলে
এক টুকরো ভালোবাসা দিয়ে
আমাকে আবৃত করো
আদি ভুলে আমি যেন
অনাদির আলিঙ্গনে স্বপ্ন রোদে
উর্বর করতে পারি জীবন জমিন।