মানারাত ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র-ছাত্রীদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০৭
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র-ছাত্রীদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট অনুষ্ঠিত হয়েছে। পাঠক্রমের অংশ হিসেবে সম্প্রতি ব্যবসায় প্রশাসন বিভাগের পক্ষ থেকে নারায়ণগঞ্জের কাঁচপুরে অবস্থিত শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এ ইন্ডাস্ট্রিয়াল ভিজিট আয়োজন করা হয়।
এতে সমন্বয়কের দায়িত্ব পালন করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ হাবিবুর রহমান ও সহকারী অধ্যাপক আশিকুন্নবী। ছাত্র-ছাত্রীরা এ সময় দেশসেরা প্রতিষ্ঠানটির বিস্কুট, সেমাই, চিপস, ব্যাটারি তৈরির পদ্ধতি, প্যাকেটজাত করণ, গুণগতমান নিয়ন্ত্রণ ব্যবস্থা ইত্যাদি সরেজমিন পরিদর্শন করেন।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজের এডিশনাল জিএম-অপারেশনস কাজী মহিউদ্দিন ছাত্র-ছাত্রীদের পরিদর্শনে সহায়তা করেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। একইসঙ্গে তিনি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নুডুলস, চিপস, বিস্কুট, ওয়েফার ও চকলেট উপহার দেয়ার পাশাপাশি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র-ছাত্রীদের তার প্রতিষ্ঠানে পড়াশোনা শেষে ইন্টার্নশিপ ও চাকরিপ্রাপ্তিতে সহায়তা করারও আশ্বাস দেন।
এ সময় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. শেখ হাবিবুর রহমান ও সহকারী অধ্যাপক আশিকুন্নবী অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ডায়রি, ক্যালেন্ডারসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।