চৌগাছা উপজেলায় অগ্রসর কর্মীদের শিক্ষাশিবির


১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১০

জাহাঙ্গীর আলম, চৌগাছা (যশোর) : বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় চৌগাছা কামিল মাদরাসার হলরুমে এ অনুষ্ঠান হয়। চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গোলাম মোরর্শেদের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা নুরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথির আলোচনা করেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন চৌগাছা-ঝিকরগাছা আসনের জামায়াতে ইসলামীর মনোনীত নমিনি অধ্যাপক মাওলানা আরশাদুল আলম। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ, উপজেলা তরবিয়ত সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন, বায়তুলমাল সেক্রেটারি মাস্টার ইমদাদুল হক, পৌর আমীর মাওলানা আব্দুল খালেক, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহ আলম, মাওলানা শামসুর রহমান, পৌর সেক্রেটারি ডা. জিল্লুর রহমানসহ উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত (অগ্রসর কর্মী) ডেলিগেটবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশনায় ছিলেন চৌগাছা উপজেলার বাতিঘর সাহিত্য সংস্কৃতিক সংসদ।